Advertisement
Advertisement
West Bengal Weather Update

‘জল’ ঢালছে বৃষ্টি! ভরা বর্ষায় বঙ্গে তাপমাত্রার পারদ নিম্নমুখী

দিন দুই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

West Bengal Weather Update: Rain cools temperatures, but humidity persists
Published by: Sucheta Sengupta
  • Posted:July 29, 2025 11:09 am
  • Updated:July 29, 2025 12:44 pm   

নিরুফা খাতুন: দাপুটে ব্যাটিং চলছে বর্ষা ঋতুর। বাংলার বুকে অবিরাম ঝরঝর ধারাপাত। ক্ষণিক বিরতি দিলেও দিনান্তে ফের ঘনঘোর বর্ষণ। এই নাগাড়ে বৃষ্টির জেরে আবার তাপমাত্রার পারদ নিম্নমুখী। হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, দিনরাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা বেশি থাকায় ঘর্মাক্ত পরিবেশ থেকে স্বস্তি অধরাই। আপাতত দু’দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বৃহস্পতিবার থেকে কলকাতায় কমতে পারে বৃষ্টির পরিমাণ।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত ওই অক্ষরেখা, যা অসম ও উত্তর বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। এদিকে মৌসুমী অক্ষরেখাও বেশ সক্রিয়। পুরুলিয়ার উপর দিয়ে তা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই দুয়ের প্রভাবে মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ, মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে।

এদিকে, উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। আগস্টের শুরুতে বৃষ্টি বাড়বে সেখানকার জেলাগুলিতে। আরও এক ব্যবধানে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়।

কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ। বেলার দিকে আংশিক মেঘলা আকাশ। মঙ্গল ও বুধে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বেলার দিকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। কাল বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দিনভর কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে শহরে।

মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। সোমবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮১ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬৯.৩ মিলিমিটার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ