Advertisement
Advertisement
West Bengal Weather Update

রাজ্যজুড়ে শীতের আমেজ, পুরুলিয়ায় পারদ নামল ৯ ডিগ্রিতে, উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা!

পশ্চিমের জেলাগুলি কি ফের উত্তরের সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় টেক্কা দেবে?

West Bengal Weather Update: Temperature Drops 9 degrees in Purulia, winter mood across the state

ফাইল ছবি।

Published by: Suhrid Das
  • Posted:December 7, 2024 2:08 pm
  • Updated:December 7, 2024 6:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : তাপমাত্রার পারদ ফের নামতে শুরু করেছে এই বঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের শীতের অনুভব পাওয়া যাচ্ছে। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা নামছে হু হু করে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, জলপাইগুড়িকে কি ফের গোল দেবে পশ্চিমের জেলাগুলি? সেই প্রশ্ন উঠছে। শনিবার সকাল থেকেই যথেষ্ঠ ঠান্ডা অনুভব হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায়। শনিবার সকালে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

ঘূর্ণাবর্ত কাটতেই উত্তরের হাওয়া রাজ্যে ঢুকতে শুরু করেছে। দুদিন ফের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রাও একই ভাবে নেমেছে।পুরুলিয়া জেলায় এখনও অবধি সবথেকে কম তাপমাত্রার পারদ নামতে দেখা গেল। এদিন সকালে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। জঙ্গলমহলের জেলাগুলির মধ্যে এদিন পুরুলিয়ায় সবচেয়ে কম তাপমাত্রা। বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। একই ভাবে পশ্চিম মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৪ ডিগ্রিতে নেমে গিয়েছে। ঝাড়গ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রির ঘরে। বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা এদিন ১২ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমের জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশার চাদর ভোরের দিকে দেখা গিয়েছে। তবে বেলা বাড়তেই সেই কুয়াশা সরে যায়। রোদ ঝলমলে আকাশ দেখা গিয়েছে। আগামী কয়েক দিনে আরও তাপমাত্রার পারদ নামবে। সেই ইঙ্গিতও করা হচ্ছে। হেমন্তের শুরুতে দেখা গিয়েছিল, পশ্চিমের জেলাগুলির পারদ অনেকটাই নেমে যায়। হাড় কাঁপানো ঠান্ডাও অনুভব হয়েছে। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রাও কালিম্পংয়ের থেকে কম ছিল। এদিনও পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা পাল্লা দিচ্ছে পার্বত্য অংশের জেলাগুলির সঙ্গে।

পাহাড়ের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সান্দাকফু-সহ একাধিক জায়গায় বরফ পড়ার সম্ভাবনাও থাকছে। আলিপুরদুয়ারের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে। কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি। কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা এদিন নেমেছে ৯ ডিগ্রিতে। শীতের ইনিংসে উত্তর নাকি পশ্চিম? তাপমাত্রার পারদ নামায় কতটা পাল্লা দেবে এবার বঙ্গের দুই প্রান্ত?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement