Advertisement
Advertisement

Breaking News

Durga Puja

বাণিজ্যে বসতে উমা… এবার পুজোয় ব্যবসার অঙ্ক লাফিয়ে ছুঁল ৫০ হাজার কোটি!

২০২৫ সালের হিসেব বলছে এবার একলাফে ১০ থেকে ১৫ শতাংশ বেড়েছে বাণিজ্য।

West Bengal’s 2025 Durga Puja economy rebounds to Rs 50000 crore
Published by: Biswadip Dey
  • Posted:October 3, 2025 2:37 pm
  • Updated:October 3, 2025 4:04 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর সেই উৎসবের উদ্দীপনায় পুষ্ট হয় অর্থনীতি। ২০২৫ সালের হিসেব বলছে এবার একলাফে ১০ থেকে ১৫ শতাংশ বেড়েছে বাণিজ্য। গত বছর যদিও কিছুটা কমেছিল বাণিজ্য। কিন্তু এবার সব মিলিয়ে ৪৬ হাজার থেকে ৫০ হাজার কোটি টাকার বাণিজ্য হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই দাবি করা হয়েছে।

Advertisement

কেন এই বিপুল বৃদ্ধি? মনে করা হচ্ছে, কর্পোরেট স্পনসরশিপ, শপিং মলে বহু মানুষের সমাগম, ভোগ্যপণ্যের ক্রমবর্ধমান ব্যয় এবং মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব এই বৃদ্ধির প্রধান কারণ। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পিটিআইকে জানিয়েছেন, নিশ্চিতভাবেই পুজোর অর্থনীতি এবার আরও শক্তিশালী হয়ে উঠেছে। তাঁর কথায়, ”এবছর পুজোর অর্থনীতি নিশ্চিতভাবেই আরও শক্তিশালী আকার ধারণ করেছে। তবে এখনই নির্দিষ্ট কোনও অঙ্ক বলা কঠিন। আপাতত আমরা অপেক্ষা করব সমস্ত দপ্তর খোলার। তখনই সঠিক তথ্যটা পাওয়া যাবে।”

তবে তিনি এও জানাচ্ছেন, অন্তত ১৫ শতাংশের বৃদ্ধির আশা তিনি অবশ্যই করছেন। এদিকে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এবার সম্ভবত বিদ্যুতের চাহিদা ১২ হাজার মেগাওয়াটও ছাপিয়ে যাবে। গতবারে যা ছিল ৯৯১২ মেগাওয়াট। অর্থাৎ বিদ্যুতের চাহিদা একলাফে বেড়েছে। ফলে সেই খাতেই লভ্যাংশ নিশ্চিতভাবেই বাড়বে।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন সব মিলিয়ে পুজোর বাণিজ্য ৪৬ হাজার থেকে ৫০ হাজার কোটি টাকা হতে চলেছেই। ২০২৪ সালে যা সব মিলিয়ে ৪২ হাজার কোটির বেশি ছিল না। অর্থাৎ এবার একলাফে তা অনেকটাই বাড়বে। বলে রাখা ভালো, এবারের পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি ছিলই। কিন্তু তবুও সব মিলিয়ে সেভাবে প্রকৃতির তাণ্ডব বাধা হতে পারেনি মানুষের উদ্দীপনায়। যত বেশি মানুষ পথে নেমেছেন, ততই যেন লাফিয়ে বেড়েছে বাণিজ্যও। অন্তত তেমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ