প্রতীকী ছবি
বিক্রম রায়, কোচবিহার: পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে খুন স্ত্রীর! খাবারে বিষ মিশিয়ে সারারাত বাড়িতে ফেলে রাখার অভিযোগ। ঘর থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের কোচবিহারে।
কোচবিহারে মাথাভাঙা শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পিন্টু ওরাওঁ। তিনি পূর্তদপ্তর কাজ করতেন। শহরে একটি বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। দম্পতির দুই সন্তানও রয়েছে। প্রতিবেশীরা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর অশান্তি চলছিল। মাঝে মধ্যেই চিৎকারের শব্দ শুনতে পেতেন তাঁরা। পরিবারের অভিযোগ, পিন্টুবাবুর স্ত্রী এক যুবকের সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। পিন্টুবাবু বারবার স্ত্রীকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বললেও তিনি তা শোনেননি।
এদিকে প্রেমিকের সঙ্গে মিলে ‘পথের কাঁটা’ সরাতে স্বামীকে খুনের পরিকল্পনা করেন স্ত্রী। অভিযোগ, সেই মতো খাবারে বিষ মিশিয়ে দেন তিনি। অসুস্থ হয়ে পড়েন পিন্টুবাবু। সারারাত ছটফট করতে থাকেন। সকালের দিকে তাঁকে শেষ মুহূর্তে হাসপাতালে নিয়ে আসা হয়।
ঘটনার তদন্ত নামে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় মৃতের স্ত্রীকে। বয়ানে অসঙ্গতি থাকায় তাঁকে আটক করে পুলিশ। তদন্তকারীদের দাবি, জেরার মুখে স্বামীর খাবারে বিষ মেশানোর কথা স্বীকার করেছেন অভিযুক্ত। তাঁকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.