সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: জলপাইগুড়ির পর এবার হাওড়া। ফের অ্যাসিড হামলার মুখে পড়লেন এক যুবক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি তিনি। স্ত্রীর মদতে বাড়ি ডেকে নিয়ে তাঁর এক বান্ধবী ওই যুবককে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়েছে বলে অভিযোগ। অভিযুক্ত পলাতক। আক্রান্তের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুরে।
[‘তিতলি’-র প্রভাবে বিপর্যস্ত ঝাড়গ্রাম, মৃত্যু যুবকের]
হাওড়ার শ্যামপুরের উদ্ভবপুরের বাসিন্দার আজিজুল রহমান। বছর দশেক আগে বিয়ে হয় তাঁর। স্ত্রী পিয়ারন বিবির বাপের বাড়ি শ্যামপুরেরই মহম্মদপুরে। ওই দম্পতির দুই ছেলে। আজিজু রহমানের পরিবারের অভিযোগ, মাস ছয়েক আগে সোনার গয়না ও টাকা নিয়ে শ্বশুরবাড়ি থেকে উধাও হয়ে যায় পিয়ারন। তার সঙ্গে চলে গিয়েছিল বান্ধবী সাবিনা খাতুনও। স্ত্রীর নামে পুলিশে নিখোঁজ ডায়েরি করেন আজিজুল। কিন্তু, মাস তিনেক পর যখন পিয়ারন বেগমের খোঁজ পায় পুলিশ, ততদিনে কাশ্মীরা বিবি নামে এক মহিলাকে ফের বিয়ে করেছেন আজিজুল। তবে প্রথম স্ত্রীকে অবশ্য ফিরিয়ে দেননি তিনি। শর্ত দিয়েছিলেন যে, পিয়ারন যদি বান্ধবী সাবিনা খাতুনের সঙ্গে কোনও সম্পর্ক না রাখে, তাহলে স্বামী ও তাঁর দ্বিতীয়পক্ষের স্ত্রীর সঙ্গে থাকতে পারবে। কিন্তু স্বামীর শর্ত মানতে রাজি ছিল না পিয়ারন। এই নিয়ে অশান্তি চলছিল। আজিজুল রহমানের পরিবারের লোকেরা জানিয়েছেন, বৃহস্পতিবার তাঁকে ফোন করে শ্যামপুরের শিবগঞ্জ বাসস্ট্যান্ডে দেখা করতে বলে পিয়ারনে্র বান্ধবী সাবিনা। দেখা হওয়ার কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছিলেন দু’জনেই। আমচকাই রাস্তার পাশে ঝোপে ঢুকে পড়ে সাবিনা। এরপরই আজিজুলকে লক্ষ্য করে সেল অ্যাসিড ছোঁড়ে বলে অভিযোগ। আজিজুলের চিৎকারে যখন আশেপাশের লোকেরা ছুটে আসেন, তখন পালিয়ে যায় সাবিনা। গুরুতর আহত আজিজুলকে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। পরে স্থানান্তরিত করা হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে।
কিন্তু, আজিজুল হককে লক্ষ্য করে করে অ্যাসিড ছোঁড়া হল? প্রাথমিক তদন্তে অনুমান, আজিজুলের দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেনি পিয়ারন। তাই সাবিনার সঙ্গে পরিকল্পনা করে অ্যাসিড হামলা চালিয়েছে পিয়ারন। দিন কয়েক আগেই জলপাইগুড়ির ময়নাগুড়িতে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় যুবককে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়েছিল এক বিবাহিত মহিলা।
[ চার বছর পর দেবীপক্ষে বাড়ি ফিরল হারানো ছেলে]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.