ট্রেন থেকে নেমে হাঁটতে শুরু করেন অনেক যাত্রী।
শাহজাদ হোসেন, ফরাক্কা: বড়সড় দুর্ঘটনা এড়াল মালদহ আজিমগঞ্জ প্যাসেঞ্জার। নিউ ফরাক্কা স্টেশনে ঢোকার আগেই ছিঁড়ল ইলেক্ট্রিক তার। নিউ ফরাক্কা স্টেশন প্রবেশের মুখে ফারাক্কা ব্যারেজের উপরে এই ঘটনা ঘটে। ফলে সেখানে থমকে যায় ট্রেনটি। ঘটনার জেরে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় মালদহ-আজিমগঞ্জ এবং মালদহ-রামপুরহাট লাইনের ট্রেন চলাচল। দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষ। অনেকেই ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে দেখা যায়। অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান রেলের আধিকারিকরা। কার্যত যুদ্ধকালীন অবস্থায় পরিস্থিতির স্বাভাবিক করার চেষ্টা করা হয়।
জানা যায়, রবিবার ঘড়ির কাঁটায় তখন সকাল ৮ টা বাজে। নির্দিষ্ট লাইন ধরেই ছুটছিল মালদহ আজিমগঞ্জ প্যাসেঞ্জার। যাত্রীদের দাবি, নিউ ফরাক্কা স্টেশনে ঢোকার মুখে একেবারে ফরাক্কা ব্যারেজের উপরে সজোরে ব্রেক কষে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। হঠাৎ এই ঘটনায় যাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। জানা যায়, লাইনের উপর তার ছিঁড়ে পড়ে রয়েছে। কীভাবে তারটি ছিঁড়ল তা স্পষ্ট নয়। তবে কয়েক মিনিটের এপাশ-ওপাশ হলেই চলন্ত ট্রেনটির উপরেই সেটি পড়ার জোর সম্ভাবনা ছিল বলে আশঙ্কা যাত্রীদের।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেল দপ্তরের আধিকারিকরা। যায় আরপিএফের আধিকারিকরাও। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। রেল আধিকারিকদের দাবি, মালদার দিক থেকে নিউ ফারাক্কা হয়ে আজিমগঞ্জ যাওয়ার কথা ট্রেনটির। মাঝপথে ইলেক্ট্রিক তার ছিঁড়ে যাওয়ায় ফারাক্কা ব্যারেজের উপরেই আটকে পড়ে যাত্রীবাহী ট্রেনটি। ফলে ওই লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.