Advertisement
Advertisement

Breaking News

Nadia

নতুন সংসারের পথে কাঁটা! প্রেমিকের ইন্ধনে নদিয়ায় ২ বছরের মেয়েকে ‘খুন’ মায়ের

'সন্তানহন্তা' মা ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Woman allegedly killed her daughter in Nadia
Published by: Sayani Sen
  • Posted:July 24, 2025 3:58 pm
  • Updated:July 24, 2025 4:06 pm  

রমণী বিশ্বাস, কৃষ্ণনগর: সন্তানকে বুকে আগলে রাখেন। আর সেই মায়ের বিরুদ্ধেই উঠল সন্তানকে খুনের অভিযোগ। মায়ের প্রেমের পথে নাকি কাঁটা হয়েছিল দু’বছরের শিশুকন্যা। সে কারণে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে নিজের কন্যাসন্তানকে খুনের অভিযোগ উঠল খোদ মায়ের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল নদিয়ার পলাশিপাড়া থানার ধাওয়াপাড়া গ্রামে।

Advertisement

ধাওয়াপাড়া গ্রামের বাসিন্দা রাহুল শেখের আগে তিনটি বিয়ে হয়েছিল। তার একাধিক সন্তান আছে। কিন্তু প্রথম ও তৃতীয় স্ত্রী এবং তাদের সন্তানদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় স্ত্রী ও এক সন্তানকে নিয়ে সংসার করছিল সে। সম্প্রতি তার সঙ্গে যোগাযোগ হয় দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার উত্তর কুসুম দক্ষিণ পাড়ার গৃহবধূ মিনা খাতুনের। এরপর সেখানে কাজে যায় রাহুল। তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। দিন সাতেক আগে দু’বছরের কন্যাসন্তান লামিয়া খাতুনকে সঙ্গে নিয়ে স্বামীর ঘর ছেড়ে প্রেমিক রাহুলের সাথে পলাশিপাড়ায় চলে আসে মিনা। সেখানে বসবাস করতে শুরু করে।

বুধবার সন্ধেয় তারা পরিবার ও প্রতিবেশীদের জানায়, ডায়েরিয়া হয়ে তাদের মেয়ের মৃত্যু হয়েছে। কিন্তু পরিবারের সদস্যদের সন্দেহ হয় তাকে খুন করা হয়েছে। এরপর পুলিশকে খবর দেন তারা। পুলিশ দেহ উদ্ধারের পাশাপাশি রাহুল ও মিনাকে আটক করে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, জেরায় তারা খুনের কথা স্বীকার করে নেয়। পুলিশ জানিয়েছে, রাহুল মিনাকে শর্ত দিয়েছিল শিশুকন্যাকে খুন করলে তবেই তাকে বিয়ে করে সংসার করবে। স্বামীর কাছে ফিরে যাওয়ার উপায় ছিল না মিনার। বাধ্য হয়েই প্রেমিকের শর্ত মেনে নিজের কন্যাসন্তানকে শ্বাসরোধ করে খুন করে সে। এরপর ডায়েরিয়া হয়ে মৃত্যু হয়েছে বলে গল্প ফাঁদে। রাহুলের কাকা লালন শেখের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পলাশিপাড়া থানার পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার তেহট্ট মহকুমা আদালতে পাঠানো হয়। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement