Advertisement
Advertisement
Malda

শ্বশুরের অণ্ডকোষ টিপে ‘খুন’, মালদহে পুলিশের জালে বউমা

অভিযুক্ত পুত্রবধূকে বেধড়ক গণপিটুনি দেন স্থানীয়রা।

Woman allegedly killed her father in law in Malda

প্রতীকী ছবি

Published by: Sayani Sen
  • Posted:October 10, 2025 1:06 pm
  • Updated:October 10, 2025 1:06 pm   

বাবুল হক, মালদহ: পারিবারিক বিবাদের জের। শ্বশুরের অণ্ডকোষ টিপে খুন করার অভিযোগ উঠল পুত্রবধূর বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় পুরাতন মালদহের সাহাপুর অঞ্চলের মাধাইপুর এলাকায়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত মহিলাকে বেধড়ক গণপিটুনি দেয় বলেও খবর। রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঠিক কী কারণে এমন কাজ করল মৃতের পুত্রবধূ, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

মৃতের নাম নুরু শেখ। ষাটোর্ধ্ব ওই ব্যক্তির দুই ছেলে ও এক মেয়ে। ছোটো মেয়ের দীর্ঘদিন আগেই বিয়ে হয়েছে। বাকি দুই ছেলেও বিবাহিত। প্রত্যেকেরই সংসার আলাদা। নুরু শেখের বাড়ির আশেপাশেই বাড়ি। পারিবারিক সূত্রে খবর, আলাদা সংসারে থাকলেও, বেশ কয়েকদিন ধরে বড় ছেলের স্ত্রী সুলতানা বিবির সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের অশান্তি চলছিল। অভিযোগ, অভিযুক্ত সুলতানা তার শ্বশুরের জমিজায়গা হাতানোর চেষ্টা করছিল। তাতে আপত্তি ছিল শ্বশুরের। তা নিয়ে বিবাদ।

বৃহস্পতিবার নাকি বিবাদ চরমে পৌঁছয়। অভিযোগ, অশান্তি চলাকালীন বৃহস্পতিবার সুলতানা তার শ্বশুরের অণ্ডকোষ টিপে ধরে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় নুরু শেখের। এই ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই উত্তেজনা তৈরি হয়। জানাজানি হয়ে যায় গোটা এলাকায়। গ্রামবাসীরা অভিযুক্ত গৃহবধূকে বাড়ি থেকে টেনে বের করেন। তাকে ঘিরে ধরে ব্যাপক মারধর করা হয়। খবর পৌঁছয় মালদহ থানায়। কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্ত গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে, বৃদ্ধের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলেই জানিয়েছে পুলিশ। অভিযুক্ত গৃহবধূকে গ্রেপ্তার করা হয়। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন নাকি নেপথ্যে রয়েছে অন্য় কোনও কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ