ছবি: প্রতীকী
দেবব্রত মণ্ডল, বারুইপুর: ২ লক্ষ টাকার বিনিময়ে সদ্যোজাত সন্তানকে বিক্রি করার অভিযোগ। কাঠগড়ায় একরত্তির মা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ায় লোকলজ্জার ভয়ে সন্তান বিক্রি করে সে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ ২ গ্রাম পঞ্চায়েতের রানাভুতিয়ার বাসিন্দা শুক্লা দাস। বছর পাঁচেক আগে তার স্বামীর মৃত্যু হয়। সম্প্রতি এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সে। স্থানীয়দের দাবি, সন্তানসম্ভবা হয়ে পড়ে সে। তা জানতে পারেন প্রতিবেশী শান্তি মণ্ডল ও তাঁর স্বামী তাপস মণ্ডল। শান্তিদেবী আয়ার কাজ করেন। সেই সূত্রে অনেকের সঙ্গেই তাঁর পরিচয়। তিনিই শুক্লাদেবীর সঙ্গে পঞ্চাসায়র থানা এলাকার বাসিন্দা ঝুমা মাঝির পরিচয় করিয়ে দেন।
ঝুমা নিঃসন্তান। জমি বিক্রি করে ২ লক্ষ টাকার বিনিময়ে শুক্লার ১১ দিনের সন্তানকে কেনেন তিনি। তা জানতে পেরে শুক্লা দাসের প্রতিবেশী উত্তম নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তকারীরা সদ্যোজাতর মা শুক্লা দাস, মধ্যস্থতাকারী শান্তি ও তার স্বামী তাপস এবং নিঃসন্তান ঝুমাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩১৭, ৩৭০, ৩৭২, ১২০বি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃত শান্তি ও তার স্বামী শিশু বিক্রি চক্রের সঙ্গে জড়িত বলে মনে করছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.