Advertisement
Advertisement

Breaking News

Bagda Hospital

অমানবিক! প্রসবের পর যন্ত্রণায় চিৎকার, বাগদা হাসপাতালে প্রসূতিকে ‘মারধর’ আয়ার

প্রসূতিকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে রেফার করা হয়েছে।

woman beaten up at Bagda Hospital referred to Kolkata in critical condition
Published by: Subhankar Patra
  • Posted:May 22, 2025 8:06 pm
  • Updated:May 22, 2025 8:06 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: সন্তান জন্মের পর যন্ত্রণায় চিৎকার, ছটপট করায় মহিলাকে মারধর আয়ার! বেড থেকে নিচে ফেলে দেওয়ারও অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় প্রসূতিকে কলকাতার আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বাগদা গ্রামীণ হাসপাতালে। ব্যাপক চাঞ্চল্য হাসপাতাল চত্বরে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রসূতির নাম আশালতা বিশ্বাস। বাড়ি বাগদা থানার ষোলোদাড়ি কালী মন্দির এলাকায়। বুধবার গভীর রাতে প্রসব যন্ত্রণা উঠলে তাঁকে বাগদা হাসপাতালে করা হয়। সকালে একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। সেই সময় তিনি প্রবল চিৎকার করলে হাসপাতালের আয়া তাঁকে মারধর করেন বলে অভিযোগ। অত্যাচারের জেরে মহিলা বেড থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত হন। ছুটে আসেন পরিবারের সদস্যরা। সাময়িক অচলাবস্তা তৈরি হয়। ঘটনাস্থলে বাগদা থানার পুলিশ ও স্থানীয় পঞ্চায়েতের প্রধান এসে পরিস্থিতি সামাল দেন। এদিকে প্রসূতিকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় রেফার করা হয়েছে। এই পুরো ঘটনায় নার্সরা কোনও প্রতিবাদ করেননি বলে অভিযোগ।

এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত আয়া পলাতক। পরিবারের পক্ষ থেকে বাগদা ব্লক স্বাস্থ্য আধিকারিক এর কাছে একটি অভিযোগ জানানো হয়। বাগদা পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার বলেন, “চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি। শুনেছি আয়া মাসি মারধর করেছে। বিএমওএইচের কাছে ওনারা লিখিত অভিযোগ জমা দিয়েছে। দোষী ব্যক্তির অবশ্যই শাস্তি হবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement