Advertisement
Advertisement
Durgapur

‘মোদিজি আপনি আসুন, দুর্গাপুরের উন্নতি দরকার’, সভাস্থলের বাইরে হাত-পা ছড়িয়ে কান্না তরুণীর!

তরুণী নাকি চিঠি লিখেছেন ট্রাম্পকেও!

Woman cried at venue of PM Modi's rally at Durgapur
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 18, 2025 12:50 pm
  • Updated:July 18, 2025 12:54 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। এই আর্জি নিয়ে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়াম অর্থাৎ মোদির সভাস্থলের বাইরে হাত-পা ছড়িয়ে কেঁদে চলেছেন তরুণী। নিরাপত্তারক্ষীরা বুঝিয়ে তাঁকে সরানোর চেষ্টা করলেও তিনি নাছোড়বান্দা। দুর্গাপুরের উন্নয়ন নিয়ে কথা বলাতেই হবে মোদিজির সঙ্গে, নিজের দাবিতে অনড় তিনি।

Advertisement

হাতে বাকি আর কিছুক্ষণ। দুপুর ২ টো বেজে ৩৫ মিনিটে অন্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারি প্রকল্পরের উদ্বোধনের পর নেহেরু স্টেডিয়ামে সভা করবেন তিনি। স্বাভাবিকভাবেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্টেডিয়াম চত্বর। শুক্রবার সাড়ে এগারোটা নাগাদ সেখানেই অদ্ভুত কাণ্ড। ছন্দা প্রামাণিক নামে এক তরুণী হঠাৎ এসে সভাস্থলের বাইরে রাস্তার উপর বসে পড়েন। হাত-পা ছুঁড়ে কান্নাকাটি শুরু করেন তিনি। সকলে হতবাক হয়ে যান। নিরাপত্তারক্ষীরা তাঁকে সরাতে ছুটে যান। এরপরই প্রকাশ্যে আসে গোটা বিষয়টা।

তরুণীর দাবি, দুর্গাপুরের কোনও উন্নয়ন হয়নি। তিনি উন্নত দুর্গাপুর পেতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি কথা বলতে চান। কাঁদতে কাঁদতে তাঁকে বলতে শোনা যায়, “মোদিজিকে ডেকেছি। বলেছি আসুন, দুর্গাপুর-সহ বাংলার উন্নয়ন প্রয়োজন। বাংলায় কারখানা বন্ধ। আমার ভাই-বোনেরা কাঁদছে। আপনি আসুন।” সেখানেই তরুণী দাবি করেন, প্রধানমন্ত্রী নাকি তাঁকে চেনেন! তরুণী নাকি চিঠি লিখেছেন ট্রাম্পকেও! তাঁর এই দাবি ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ