Advertisement
Advertisement
Hooghly

চলন্ত ট্রেনে প্রসব যন্ত্রণা, সন্তানের জন্ম! মা-নবজাতককে আগলে রাখল GRP

সোমবার রাতে এই ঘটনার সাক্ষী রইল হুগলির কামারকুণ্ডু স্টেশন।

Woman gives birth into running train at Hooghly, GRP takes care of the newborn and mother

প্রতীকী ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:September 16, 2025 9:41 am
  • Updated:September 16, 2025 10:03 am   

সুমন করাতি, হুগলি: চলন্ত ট্রেনে প্রসব বেদনা, সেখানেই সন্তানের জন্ম দিলে মাতৃত্বের স্বাদ পেলেন উল্টোডাঙার মহিলা। বৃষ্টির মাঝে সোমবার রাতের আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এই ঘটনার খবর পেয়ে মা ও নবজাতককে আগলে রাখল জিআরপি। হুগলির কামারকুণ্ডু স্টেশনে কর্তব্যরত রেল পুলিশের অফিসাররা এই খবর পেয়েই ট্রেনটিকে থামান। সদ্যোজাত ও মাকে ট্রেন থেকে নামিয়ে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে। সেখানে তাদের চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত মা ও শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল।

Advertisement

জিআরপি সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ৯টা পেরিয়ে গিয়েছে। ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে কর্তব্যরত পুলিশ অফিসাররা হুগলির কামারকুণ্ডু স্টেশনে দাঁড়ানো লোকাল ট্রেনে তল্লাশি চালাচ্ছিলেন। এমন সময় খবর পান, যে কামারকুন্ডু স্টেশনে আপ কাঞ্চনকন্যা ট্রেনের জেনারেল বগির শৌচালয়ে একজন মহিলা শিশুর জন্ম দিয়েছেন। সদ্যোজাত এবং মাকে নিয়ে কী করবেন, তা বুঝতে না পেরে সদ্য বাবা হওয়া যুবক অসহায়ভাবে কামরার বাইরে দাঁড়িয়ে। জানা যায়, ওই মহিলার স্বামীর নাম নয়ন মোল্লা, বয়স মাত্র ২১। তাঁরা লেকটাউনের দক্ষিণদাঁড়ি থানা এলাকার বাসিন্দা। এই খবর পাওয়ামাত্রই কর্তব্যরত অফিসাররা তৎক্ষণাৎ ট্রেনটি থামান। মহিলা পুলিশের সহায়তায এবং মহিলার স্বামীর উপস্থিতিতে মা এবং নবজাতককে ট্রেন থেকে নামানো হয়।

তারপর তাঁকে বাচ্চা-সহ স্ট্রেচারে তুলে প্ল্যাটফর্ম থেকে স্টেশনের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পুলিশের গাড়িতে বসিয়ে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। সেখানে মা এবং শিশুর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, মা এবং নবজাতক শিশু উভয়ই নিরাপদ এবং সুস্থ আছেন। বিপদের সময়ে রেল পুলিশ যেভাবে সাধারণ যাত্রীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল, তাকে ধন্য ধন্য করছেন সকলে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ