ধরনায় যুবতী।
সঞ্জিত ঘোষ, নদিয়া: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক! পরে আইনি বিয়ে করলেও সংসার করছেন না স্বামী! বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। অভিযুক্তের ভাই সিভিক ভলান্টিয়ার হওয়ায় প্রতিবাদ করলে দেওয়া হচ্ছে হুমকি। এই অভিযোগ তুলে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসলেন স্ত্রী। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের।
যুবতীর অভিযোগ, সঞ্জয় দাস নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর আইনি বিয়ে হয়। পরে মন্দিরে গিয়ে বিয়েও করেন তাঁরা। শ্বশুরবাড়িতেও ওঠেন। কিন্তু কয়েকদিন পরই তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। স্ত্রী হিসেবে গ্রহণ করছেন না। যুবতীর আরও অভিযোগ, সঞ্জয়ের ভাই সুজয় দাস সিভিক ভলান্টিয়ার হিসাবে কর্মরত। সেই সূত্রে বারবার হুমকি দিচ্ছেন যুবক।
যুবতীর আরও অভিযোগ, শ্বশুরবাড়ির ইন্ধনে এই কাজ করছেন স্বামী। এরই প্রতিবাদে শান্তিপুর বেলঘড়িয়া খাপড়া ডাঙা এলাকায় যুবকের বাড়ির সামনে ধরনায় বসেন যুবতী। বৃহস্পতিবার সাত সকালে যুবতীর ধরনায় শোরগোল এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে শান্তিপুর থানার পুলিশ।
যুবতী বলেন, “সংসার করার প্রতিশ্রুতি দিয়ে কেন আমার জীবন নষ্ট করে দেওয়া হল। আমি এর বিচার চাই। আমার জীবনের কোনও মূল্য নেই। আমি কোথায় যাব। যদি সংসার না করতে দেয় তাহলে আমি এই ভাবেই ধরনায় বসে থাকব। এই নিয়ে অভিযুক্তের পরিবারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.