Advertisement
Advertisement

Breaking News

Barrackpur

বারাকপুরে মাঠ থেকে উদ্ধার মহিলার মৃতদেহ, শ্বাসরোধ করে খুন?

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Woman's body recovered from field in Barrackpore

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:May 9, 2025 6:36 pm
  • Updated:May 9, 2025 6:36 pm  

অর্ণব দাস, বারাকপুর: ঝোপঝাড় সংলগ্ন মাঠ থেকে উদ্ধার হল মাঝবয়সী এক মহিলার মৃতদেহ। শুক্রবার সকালে এই মৃতদেহ উদ্ধার হয়েছে বাসুদেবপুর থানার কাউগাছি ২ পঞ্চায়েতের কয়রাপুর এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গলায় শাড়ির আঁচলের ফাঁসে ওই মহিলার মৃত্যু বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে সেটি ‘খুন’ নাকি ‘আত্মহত্যা’ সেই বিষয়ে প্রশ্ন উঠেছে। মৃতার নাম প্রীতিলতা দাস। উত্তর দিনাজপুরের ইটাহারে তার বাড়ি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে চাষের কাজে মাঠে যাচ্ছিলেন স্থানীয়রা। সেই সময় রাস্তার ধারের ওই ঝোপের মধ্যে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশে। তদন্তকারীরা সেখানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহের পাশেই একটি ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগ থেকে পাওয়া যায় ওই মহিলার আধার কার্ড। সেখান থেকেই জানা যায় তার বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহারে। ব্যাগ খুঁজে আরও একটি ঠিকানা পাওয়া গিয়েছে। সেই ঠিকানা বারাসতের নীলগঞ্জে।

কিন্তু ইটাহার থেকে ওই এলাকায় কী করছিলেন ওই মহিলা? তাহলে কি নীলগঞ্জের ওই ঠিকানায় ওই মহিলা ভাড়া থাকতেন? ওই এলাকায় কাজ করতেন তিনি? ‘খুন’ নাকি ‘আত্মহত্যা’ সেই নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ সেসব বিষয় খতিয়ে দেখছে। শুধু তাই নয়, ওই দুই ঠিকানায় গিয়ে মহিলার সম্পর্কেও খোঁজখবর শুরু হয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে বলেও খবর।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement