তদন্তে পুলিশ। নিজস্ব চিত্র
সুমিত বিশ্বাস, পুরুলিয়া: দ্বাদশীর সকালে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় মহিলার অর্ধনগ্ন মৃতদেহ। তাও আবার একটি প্রাথমিক বিদ্যালয় চত্বরের মধ্যে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুজোর আনন্দে মেতে ছিল পুরুলিয়া শহরের বাসিন্দারা। দশমী ও একাদশীতে শহরের প্রায় সব দুর্গা প্রতিমার বিসর্জনপর্ব ছিল। তাই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যস্ততা, উদ্দীপনার পাশাপাশি মনে বিষাদও ছিল। কিন্তু দ্বাদশীর সকালে ছড়াল আতঙ্ক, চাঞ্চল্য। শহরের মধ্যেই পাওয়া গেল এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের ২১ নম্বর ওয়ার্ডে অলঙ্গীডাঙা প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেই স্কুলের একপাশের পাঁচিল ঘেরা জায়গায় এক মহিলার মৃতদেহ আজ, শনিবার সকালে দেখতে পাওয়া যায়। দেহটি অর্ধনগ্ন অবস্থায় ছিল। সেই মৃতদেহ দেখেই আতঙ্ক ছড়ায় এলাকায়।
ওই মহিলাকে ধর্ষণের পর খুন করা হয়েছে? কীভাবে স্কুল চত্বরে মৃতদেহ এল? অন্য কোথাও খুন করে দেহ পাঁচিলের আড়ালে ফেলে দেওয়া হয়েছে? সেই প্রশ্ন উঠেছে। ঘটনার খবর পেয়ে পুরুলিয়া সদর থানার দ্রুত অকুস্থলে যায়। মৃতদেহ উদ্ধার করে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুজোর ছুটির জন্য এখন স্কুল ছুটি রয়েছে। স্কুলে কোনও নিরাপত্তারক্ষী কি ছিল? সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃতার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.