Advertisement
Advertisement
Local trains

‘আমরা গিনিপিগ নাকি?’, লোকাল ট্রেনে মহিলা কামরা বাড়ায় ক্ষুব্ধ পুরুষ নিত্যযাত্রীরা

মহিলা যাত্রীদের সংখ্যা বৃদ্ধিতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পূর্বরেল।

Women's coach in local trains increases misery in general coach

ফাইল ছবি

Published by: Subhankar Patra
  • Posted:April 11, 2025 12:47 pm
  • Updated:April 11, 2025 1:29 pm  

সুব্রত বিশ্বাস ও শুভঙ্কর পাত্র: অফিস টাইম। স্টেশনগুলিতে থিকথিকে ভিড়। ট্রেনের জেনারেল কামরাগুলিতে তিল ধারণের জায়গা নেই। একে অপরের গায়ে নিঃশ্বাস ফেলছেন যাত্রীরা। এদিকে অতিরিক্ত মহিলা কামরাগুলি কার্যত খালি! যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন পুরুষ যাত্রীদের একাংশ। ক্ষোভ উগড়ে এক নিত্যযাত্রীর মন্তব্য, “আমরা গিনিপিগ নাকি! ব্যস্ত সময়ে এইভাবে যাতায়াতে চরম অসুবিধা হচ্ছে।”

শিয়ালদহ ডিভিশনে নতুন থ্রি ফেজের লোকাল ট্রেনগুলির চিত্র এই রকমই। অথচ গত বছরে সব লোকাল ট্রেন ১২ কোচ করার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন নিত্যযাত্রীরা। বসার জায়গা না পাওয়া গেলেও ভিড়ে চিঁড়ে চ্যাপ্টা না হওয়ায় ‘আচ্ছে দিন’ দেখতে শুরু করেছিলেন যাত্রীরা। কিন্তু কয়েকমাস ঠিক চলার পরই, জেনারেল বগিগুলিতে প্রায় আগের মতোই দশা।

অথচ মহিলাদের জন্য তো খুব বেশি বগি বাড়ানো হয়নি। মোট তিনটি কামরা বরাদ্দ করা হয়েছে। আগে ছিল ২টো। এই প্রশ্ন করতেই এক যাত্রীর যুক্তি, “দাদা ওইভাবে দেখলে হবে না। ১২ বগির মধ্যে তিনটি মহিলা। দু’টি ভ্যান্ডার। সেখানে যাত্রী ওঠার সুযোগ থাকলেও, তা খুব কম। মোট ৫টা কামরা চলে গেল। বাকি ৭টা জেনারেল কামরা। যেখানে আবার সবাই উঠতে পারেন। দেখছেনই তো অবস্থাটা।”

কিন্তু এই পরিষেবা স্থায়ী হলেও যাত্রীদের চাহিদা বুঝে পরে তা পরিবর্তন হতে পারে। এমনটাই জানা গিয়েছে পূর্বরেল সূত্রে। এই কথা বলতেই ভিড়ের মাঝ থেকে এক পুরুষ-সহযাত্রীর ঝাঁজালো উত্তর, “আমরা গিনিপিগ নাকি! আমাদের উপর পরীক্ষা করবে। ভিড় ঠেলে অফিসে তো আমরাও যাই। ভ্যাপসা গরমে কী দশা হয় একটু ভাবুন তো। জেনারেল কামরা তো শুধু আমাদের জন্য নয়। সবাই উঠতে পারে। রেল আমাদের জন্যও কিছু ভাবুক।” রেল ভাববে কি না, তা রেলই জানে। তবে চরম দুর্ভোগে পড়ছেন নিত্যযাত্রীরা! একথা একবাক্যে মানছেন সকলে।

এবিষয়ে ‘সংবাদ প্রতিদিন’ ডিজিটালকে পূর্ব রেলের সিনিয়র জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, “মহিলাদের সংখ্যা যেভাবে বেড়েছে সেই কথা মাথায় রেখেই মহিলা বগি বাড়ানো হয়েছে। তাঁদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত। এই পরিষেবা আপাতত স্থায়ীভাবে দেওয়া হলেও, যাত্রীদের চাহিদা মেনে পরে পরিবর্তন করা হতে পারে।”

উল্লেখ্য, মার্চ মাসের শেষের দিক থেকে শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনগুলিতে অতিরিক্ত মহিলা কামরা দেওয়া হয়েছে। আগে প্রতিটি ট্রেনের সামনে ও পিছনে দ্বিতীয় বগি দু’টি মহিলাদের জন‌্য বরাদ্দ ছিল। এবার সামনে ও পিছনের তৃতীয় কামরার অর্ধেকটিও তাঁদের জন্য বরাদ্দ করা হয়েছে। আপাতত ২৫০টি থ্রি ফেজের নতুন রেকগুলিতেই এই কামরা বন্টন করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement