Advertisement
Advertisement
Durgapur

দুর্গাপুরে ইসিএলের কোলিয়ারিতে দেওয়াল ভেঙে জলের স্রোত! মর্মান্তিক মৃত্যু শ্রমিকের

কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে সরব হয়েছে শ্রমিক সংগঠনগুলি।

Worker dies at ECL colliery in Durgapur
Published by: Suhrid Das
  • Posted:August 20, 2025 11:55 am
  • Updated:August 20, 2025 11:55 am   

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ইসিএলের কোলিয়ারিতে বড়সড় দুর্ঘটনা! কাজ চলাকালীন খনিগর্ভে জল ঢুকে মৃত্যু হল এক শ্রমিকের। জলের তোড়ে আরও চারজন শ্রমিক নিখোঁজ হয়ে গিয়েছিলেন। পরে তাঁদের উদ্ধার করা হয়। ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর এলাকায়। কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে সরব হয়েছে শ্রমিক সংগঠনগুলি। মৃত ওই শ্রমিকের নাম বিবেককুমার মাঝি।

Advertisement

জানা গিয়েছে, আজ, বুধবার ভোরে ইসিএলের বাকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে কাজে নেমেছিলেন শ্রমিকরা। কোলিয়ারির ১৬ নম্বর ফেসের ১৯ নম্বর লেভেলে এই দুর্ঘটনাটি ঘটে। কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থার ৯ কর্মী দুর্ঘটনার সময় কাজ করছিলেন। দেওয়ালে গর্ত করার সময় পাশের স্টপিং দেওয়াল ভেঙে জল ঢুকতে থাকে। সেই বিপুল পরিমাণ জলের তোড়ে ভেসে যান পাঁচ কর্মী।

দ্রুত খবর দেওয়া হয় কর্তৃপক্ষকে। দ্রুত উদ্ধারকারী দল সেখানে পৌঁছয়। বেশ কিছু সময়ের চেষ্টায় চার শ্রমিককে উদ্ধার করা হয়। পরে খনির ভিতর থেকেই উদ্ধার হয় বিবেককুমার মাঝির মৃতদেহ। উদ্ধার হওয়া শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে কোলিয়ারি আধিকারিকরা সেখানে পৌঁছন। সহকর্মী ও শ্রমিক সংগঠনের নেতারাও সেখানে পৌঁছন। কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে সরব শ্রমিক সংগঠনের নেতারা।‌ তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন কেকেএসসির সৌমিক মজুমদার, সিটুর মনোজ মুখোপাধ্যায়রা বলেন, “এই দুর্ঘটনার দায় কর্তৃপক্ষের। খনিগর্ভে নিরাপত্তার গাফিলতি রয়েছে। এর দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না।” 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ