Advertisement
Advertisement

Breaking News

Bongaon

সোশাল মিডিয়ায় আলাপ, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে ৩ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, শ্রীঘরে যুবক

কান্দির বাড়ি থেকে ওই যুবককে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ।

young man arrested in Bongaon for extorting money through blackmail
Published by: Suhrid Das
  • Posted:May 31, 2025 7:03 pm
  • Updated:May 31, 2025 7:03 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: সোশাল মিডিয়ায় আলাপ হয়েছিল দু’জনের। বিবাহবিচ্ছিন্না ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা এক যুবক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগও উঠেছে। শুধু তাই নয়, আপত্তিকর ছবি তুলে পরে ব্ল্যাকমেল করে তিন লক্ষ টাকা তোলা হয় বলে অভিযোগ। শেষপর্যন্ত পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁ থানা এলাকায় বাড়ি ওই বিবাহবিচ্ছিন্ন তরুণীর। অভিযোগ, মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা সাগর রাজবংশী নামে এক যুবকের সঙ্গে সামাজিক মাধ্যমে আলাপ হয়েছিল তাঁর। ধীরে ধীরে কথাবার্তার পরে ঘনিষ্ঠতা বাড়ে। তরুণীকে প্রেমের প্রস্তাব দেওয়া হয়। শুধু তাই নয়, অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীকে ধর্ষণ করাও হয়েছে একাধিকবার। সেসময় ওই তরুণীর আপত্তিকর ছবিও তুলে রাখা হয় বলে অভিযোগ। আর সেই ছবি দেখিয়েই এরপর ওই তরুণীকে ব্ল্যাকমেল করা হত বলে অভিযোগ। বিভিন্ন সময়ে ব্ল্যাকমেল করে ওই তরুণীর থেকে তিন লক্ষ টাকা হাতানো হয়েছে বলে অভিযোগ।

শেষপর্যন্ত শুক্রবার বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। অভিযোগ পেয়েই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তদন্তকারীরা মুর্শিদাবাদ গিয়েছিলেন। আজ শনিবার ভোররাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সাগর রাজবংশীকে। ধৃতকে বনগাঁয় নিয়ে আসা হয়। এদিনই ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতকে পুলিশ হেফাজতে রাখার আবেদন জানানো হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement