স্টেশন চত্বরে চলছে বিক্ষোভ। নিজস্ব চিত্র
অভিষেক চৌধুরী, কালনা: স্টেশনে বসে ফোন দেখা ‘অপরাধ’! জিআরপির সিভিক ভলান্টিয়াররা ওই যুবককে ব্যাপক মারধর করেন বলে অভিযোগ। সিভিক ভলান্টিয়ারের ‘দাদাগিরি’তে আক্রান্তের হাতের একটি আঙুল কাটা পড়ল! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুর্ব বর্ধমানে সমুদ্রগড় স্টেশনে। শনিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনাটি পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় স্টেশনের। আজ, শনিবার সকালে ওই স্টেশনে আবদুল রহমান নামে ওই যুবক বসে নিজের মোবাইল ফোন দেখছিলেন বলে খবর। সেসময় স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়াররা সেখানে গিয়ে ওই যুবকের ফোন কেড়ে নেন বলে অভিযোগ। কেন ফোন কেড়ে নেওয়া হল? সেই প্রশ্ন তোলেন ওই যুবক। সেই নিয়ে সমুদ্রগড় ডাঙাপাড়ার বাসিন্দা ওই যুবকের সঙ্গে বচসা শুরু হয় সিভিক ভলান্টিয়ারদের। অভিযোগ, এরপরই ওই যুবককে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, একটি কোলাপসিবল গেটের কাছে হাত রাখতেই ভারী কিছু দিয়ে আঘাত করা হয় হাতের আঙুলে। তার জেরে আঙুলের উপরের অংশটি কেটে পড়ে যায়।
ঘটনা জানাজানি হতেই তীব্র উত্তেজনা ছড়ায় স্টেশন চত্বরে। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হন বিক্ষোভকারীরা। জখম ওই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কাটা আঙুল জোড়া লাগানো সম্ভব হয়নি। ওই যুবক কালনা হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। ঘটনার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই রেল স্টেশনে যায় নাদনঘাট থানার পুলিশ, জিআরপির আধিকারিক ও পুলিশকর্মীরা।
যদিও জিআরপির দাবি, ওই যুবকের গতিবিধি দেখে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাশে নিয়ে যাওয়া হয়। কিন্তু তিনি সিভিকদের সঙ্গে তর্কাতর্কি করতে থাকেন। ওই জায়গায় কোলাপসিবল গেট ছিল। সেই গেটের মধ্যে লেগে তাঁর হাতের আঙুল কেটে যায়। ওই যুবককে মারধর করা হয়নি বলেই দাবি সিভিক ভলান্টিয়ারদের। জিআরপি আধিকারিকরা স্টেশনে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে রেল পুলিশের তরফে জানানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.