Advertisement
Advertisement
Bongaon

সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! গোপালনগরে গ্রেপ্তার তরুণী

কোনও চক্রের সঙ্গে কি ওই তরুণী যুক্ত?

Young woman arrested in Bongaon for cheating people

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:October 18, 2025 8:19 pm
  • Updated:October 18, 2025 8:19 pm   

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। অবশেষে গ্রেপ্তার তরুণী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগরে। ধৃতের নাম রিঙ্কু মজুমদার।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালনগর এলাকার বাসিন্দা আসাদ আলি মণ্ডলের ছেলে চাকরি খুঁজছেন বেশ কয়েক মাস ধরে। ওই যুবকের সঙ্গে ওই এলাকারই বাসিন্দা তরুণী রিঙ্কু মজুমদারের আলাপ হয়। টাকা দিলে সরকারি চাকরি পাইয়ে দেওয়া সম্ভব, সেই কথা বলেছিলেন ওই তরুণী! সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে ওই যুবকের থেকে মোট ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। চাকরি পাইয়ে দেওয়া তো দূর, ওই যুবকের সঙ্গে তরুণী আর কোনওরকম যোগাযোগও রাখছিলেন না! টাকা ফেরতও দেওয়া হয়নি বলে অভিযোগ। প্রতারিত হয়েছেন তিনি, সেই বিষয়টি বুঝতে পারেন যুবক।

এরপরই গোপালনগর থানার ওই তরুণীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করানো হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে। আজ, শনিবার সকালে অভিযুক্ত রিঙ্কু মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। ওই তরুণী আরও অনেকের সঙ্গে চাকরি দেওয়ার নামে কি আর্থিক প্রতারণা করেছেন? কোনও চক্রের সঙ্গে কি ওই তরুণী যুক্ত? আর কারা আছে তাঁর সঙ্গে? এখনও অবধি কত টাকা এভাবে আত্মসাৎ করেছেন তিনি? সেসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে এদিন বনগাঁ আদালতে তোলা হয়েছিল। বিচারক ধৃতকে পাঁচদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ঘটনা জানাজানিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ