Advertisement
Advertisement
Jalpaiguri

প্রকাশ্য রাস্তায় তরুণীকে এলোপাথাড়ি অস্ত্রের কোপ প্রাক্তন প্রেমিকের! চাঞ্চল্য জলপাইগুড়িতে

পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Young woman attacked in Jalpaiguri, ex-boyfriend absconding
Published by: Suhrid Das
  • Posted:May 11, 2025 4:28 pm
  • Updated:May 11, 2025 4:28 pm   

শান্তনু কর, জলপাইগুড়ি: বান্ধবীদের সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তরুণী। সেসময় তাঁদের পথ আটকায় যুবক। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয় এক তরুণীকে। রক্তাক্ত অবস্থায় সে লুটিয়ে পড়লে পালিয়ে যায় ওই যুবক। জানা গিয়েছে, ওই তরুণী ও যুবকের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। যদিও দীর্ঘদিন হল তাদের মধ্যে কোনও যোগাযোগ ছিল না বলে দাবি তরুণীর পরিবারের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ফুলবাড়ি এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক ওই যুবক ও তার পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

জানা গিয়েছে ঘটনাটি শনিবারের। জলপাইগুড়ির রাজগঞ্জ সংলগ্ন সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বকশিডাঙা এলাকায় ওই তরুণীর বাড়ি। ওই এলাকারই এক যুবকের সঙ্গে তার সম্পর্ক ছিল। যদিও সেই সম্পর্ক ভেঙে যায়। দু’জনের মধ্যে যোগাযোগও ছিল না বলে জানিয়েছেন ওই তরুণীর পরিবারের সদস্যরা। জল আনতে বান্ধবীর সঙ্গে রাস্তায় গিয়েছিলেন ওই তরুণী। সেসময় বাইকে করে ওই যুবক সেখানে গিয়ে তাদের পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে তরুণীকে এলোপাথাড়ি কোপ মারা হয়। ঘটনায় অন্যান্য বান্ধবীরা আতঙ্কিত হয়ে পড়েন। ওই তরুণী লুটিয়ে পড়লে বাইক নিয়ে দ্রুত এলাকা ছাড়ে যুবক।

স্থানীয় ও পরিবারের লোকজন তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এলাকারই একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ওই তরুণী। ঘটনার পর রাজগঞ্জ থানায় তরুণীর পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা পলাতক। তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। কোন আক্রোশ থেকে এই হামলা চালাল যুবক? সেই প্রশ্ন উঠেছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারির দাবি জানিয়েছে তরুণীর পরিবার। ঘটনায় এলাকায় এদিনও চাপা চাঞ্চল্য রয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ