Advertisement
Advertisement
Basanti

বাসন্তীতে সমীক্ষার নামে বাড়ি বাড়ি ঘুরে দিল্লিতে তথ্য পাচার! আটক তরুণী

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Young woman detained for going door to door in name of survey in Basanti, smuggling information in Delhi

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:September 19, 2025 8:36 pm
  • Updated:September 19, 2025 8:36 pm   

দেবব্রত মণ্ডল, বারুইপুর: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে সমীক্ষার নামে তথ্য সংগ্রহ করে দিল্লিতে পাচার করার অভিযোগ উঠেছে। এক তরুণীকে পাকড়াও করেছেন স্থানীয়রাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। এলাকার মানুষজন কাকে ক্ষমতায় চাইছেন? কোন রাজনৈতিক দল ভালো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়? সেসব প্রশ্ন করা হচ্ছিল বাসিন্দাদের।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাসন্তীর কাঁঠালবেড়িয়া এলাকায় বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা চালাচ্ছিলেন সন্দেশখালি থানার দাউদপুর গ্রামের সুজাতা সানা। একাধিক প্রশ্ন করে বাসিন্দাদের উত্তর নিয়ে ফর্মফিলাপ করছিলেন তিনি। অভিযোগ, ওই ফর্ম এনসিএস নামক একটি পোর্টালে ফিলাপ করে পাঠানো হচ্ছিল নিউ দিল্লির দ্বারকা এলাকার ‘ইমপেটুস রিসার্চ প্রাইভেট লিমিটেড ইন্ডিয়া’ নামক এক অফিসে। এছাড়াও আধার নম্বর, ভোটার আইডি কার্ডের নম্বর-সহ অন্যান্য তথ্য ছিল। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

এলাকার মানুষজন পরে ওই তরুণীকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাজা গাজী তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। কথাবার্তায় প্রচুর অসঙ্গতি ধরা পড়ে। কোনও প্রকার সদুত্তর না পেয়ে ওই তরুণীকে বাসন্তী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বাসন্তী থানার পুলিশ ওই তরুণীকে আটক করে থানায় নিয়ে যায়। বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, “রাজ্যের প্রতি একটা গভীর ষড়যন্ত্র চালাচ্ছে কেন্দ্র। বিভিন্ন সংস্থাকে কাজে লাগিয়ে সমীক্ষার নামে তথ্য সংগ্রহ করে তা নিউ দিল্লিতে পাচার করা হচ্ছে। তেমনই এক তরুণী সমীক্ষার নামে তথ্য সংগ্রহ করতে গিয়ে জনসাধারণের হাতে ধরা পড়ে বাসন্তীর কাঁঠালবেড়িয়া এলাকায়। পুলিশের হাতে ওই মহিলাকে তুলে দেওয়া হয়েছে। সমীক্ষার জন্য ওই মহিলার কাছে কোনওরকম বৈধ অনুমতিপত্র ছিল না। পুলিশ তদন্ত করছে।” প্রসঙ্গত, রাজ্যের মানুষকে এই বিষয়ে আগেই সচেতন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বহিরাগতদের পাঠিয়ে বাংলা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিজেপি এই কাজ করাচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ