Advertisement
Advertisement
Kanthi

নাচের মাঝেই ধারালো অস্ত্রের কোপ! কাঁথিতে অনুষ্ঠানের মাঝে ‘খুন’ যুবক

ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান চলাকালীন এমন নৃশংস ঘটনায় গ্রেপ্তার হামলাকারী।

Youth arrested allegedly satbbed to death a 'friend' during a programme in Kanthi
Published by: Sucheta Sengupta
  • Posted:January 20, 2025 9:14 am
  • Updated:January 20, 2025 9:18 am  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: অনুষ্ঠান চলাকালীন মর্মান্তিক ঘটনা ঘটে গেল কাঁথিতে। ক্লাবের অনুষ্ঠানে নাচতে নাচতেই এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ‘খুন’! গুরুতর অভিযোগে গ্রেপ্তার হামলাকারী। রবিবার গভীর রাতের এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল কাঁথি পুরসভার ৫ নং ওয়ার্ডের খড়গ চণ্ডী শ্মশান এলাকা। পুলিশের প্রাথমিক অনুমান, দুই বন্ধুর মধ্যে বচসার জেরেই এই ঘটনা ঘটেছে। তবে এর নেপথ্যে আসল কারণ কী, কারাই বা জড়িত, তদন্তে নেমে তা খতিয়ে দেখছে পুলিশ। হত্যাকাণ্ডের পর সকাল  থেকে এলাকায় উত্তেজনা। নিহত যুবকের বাড়ির সামনে ভিড় করেন প্রতিবেশীরা। খুনির কঠোরতম শাস্তির দাবি তুলেছেন সকলে। 

Advertisement
কাঁথি ৫ নং ওয়ার্ড এলাকায় খুনের খবর শুনে জমায়েত এলাকাবাসীর। নিজস্ব ছবি।

কাঁথির ৫ নং ওয়ার্ড এলাকার মনোহরচকের কাছে এক ক্লাবে বাৎসরিক অনুষ্ঠান চলছিল রবিবার সন্ধ্যা থেকে। রাত বাড়তে অনুষ্ঠানে আরও বেশি মেতে ওঠেন সদস্যরা। চলছিল নাচগান। আর এই নাচানাচির ফাঁকেই ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। তখন রাত প্রায় দেড়টা। নাচতে নাচতে ‘বন্ধু’র গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ। লুটিয়ে পড়েন আজগর মল্লিক নামে বছর পঁচিশের এক যুবক। অনুষ্ঠানের রেশ কেটে যায়। সঙ্গে সঙ্গে আজগরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। সেখানে চিকিৎসার পর মৃত্যু হয় যুবকের।

ঘটনার খবর পেয়ে তদন্তে নামে কাঁথি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় সৌরভ দাস ওরফে পাশা নামে এক যুবককে। ঠিক কী কারণে সে এই ঘটনা ঘটাল, পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করছে। কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস ঘটনাস্থলে পৌঁছন। এসডিপিও দিবাকর দাস জানিয়েছেন, মনোহরচকের মঞ্জুরি গোষ্ঠী ক্লাবে বাৎসরিক একটি অনুষ্ঠান চলছিল। রাত্রি দেড়টা নাগাদ দুই বন্ধুর বচসা হয়। তারপর একজন ধারালো অস্ত্রের কোপ মারে আরেকজনের গলায়। তাতে যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটুকুই জানা গিয়েছে। তবে ধৃতকে জেরা করে খুনের আসল মোটিভ জানতে মরিয়া পুলিশ। আজ সৌরভকে পেশ করা হবে আদালতে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement