Advertisement
Advertisement
Bongaon

কাজ দেওয়ার নাম করে মুম্বই নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক

মুম্বই থেকে পালিয়ে বনগাঁর বাড়িতে ফিরে আসেন ওই তরুণী।

Youth arrested for allegedly physical assault young woman from Bangaon after taking her to Mumbai

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:September 16, 2025 7:38 pm
  • Updated:September 16, 2025 7:38 pm   

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: কাজের প্রলোভন দিয়ে প্রথমে কলকাতা ও পরে মুম্বই নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগ, কাজ দেওয়া দূর, ওই বিবাহিতা তরুণীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে কোনওরকমে মুম্বই থেকে পালিয়ে আসেন ওই নির্যাতিতা। পুলিশ অভিযুক্ত ঝন্টু মৃধাকে গ্রেপ্তার করেছে। ওই নির্যাতিতা তরুণী বনগাঁর বাসিন্দা।

Advertisement

উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার ঢাকাপাড়া এলাকার বাসিন্দা ওই গৃহবধূ। সংসারে অভাব থাকায় ওই তরুণী কাজ খুঁজছিলেন। বনগাঁ এলাকাতেই থাকে অভিযুক্ত ঝন্টু মৃধা। কলকাতায় গেলে কাজ মিলবে। সেই কথা ওই বধূকে বলেছিল ঝন্টু। গত দু’মাস আগে তাকে বিশ্বাস করে ঝন্টুর সঙ্গে কলকাতায় গিয়েছিলেন ওই তরুণী। কিন্তু কলকাতায় কাজ নেই বলে তাঁকে জানানো হয়। মুম্বইয়ে গেলে কাজ পাওয়া যাবে। সেই কথা তরুণীকে বলা হয়েছিল।

কাজের প্রয়োজনে শেষপর্যন্ত ঝন্টুর সঙ্গে বাধ্য হয়ে মুম্বইতে গিয়েছিলেন ওই তরুণী। অভিযোগ, সেখানে একটি ঘরে তাঁকে রাখা হয়। কাজের কোনও খোঁজ তো দেওয়াই হয়নি। ওই তরুণীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সুযোগ বুঝে কোনওরকমে মুম্বই থেকে পালিয়ে বনগাঁর বাড়িতে ফিরে আসেন ওই তরুণী। বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই বনগাঁ থানার পুলিশের বিশেষ একটি দল মুম্বই পাড়ি দেয়। মুম্বই থেকে গত শনিবার অভিযুক্ত ঝন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ধৃতকে বনগাঁয় নিয়ে আসা হয়। আজ, মঙ্গলবার ধৃতকে বনগাঁ মহাকুমা আদালতে তোলা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ