Advertisement
Advertisement
Bankura

আম খাওয়ানোর লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার প্রতিবেশী কাকু

পকসো ধারায় মামলা রুজু হয়েছে।

Youth arrested for physical assault girl in Bankura

আদালতে তোলা হচ্ছে ধৃতকে। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:June 30, 2025 5:40 pm
  • Updated:June 30, 2025 5:40 pm  

অসিত রজক, বিষ্ণুপুর: আম খাওয়ানোর কথা বলে পুকুরপারে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল এলাকারই এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী শহরে। গ্রেপ্তার করা হয়েছে সপ্তর্ষি নাগ ওরফে পিন্টু নামে এক যুবককে। পকসো ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এদিন ধৃতকে আদালতে তোলা হয়।

জানা গিয়েছে, গতকাল, রবিবার সোনামুখী এলাকার এক কালীমন্দিরের সামনে খেলা করছিল বছর দশেকের ওই নাবালিকা। ওই নাবালিকার প্রতিবেশী বছর ৩৫-এর পিন্টু। তাকে ওই নাবালিকা কাকু বলেই ডাকে বলে খবর। খেলার সময় ওই মন্দিরের আশপাশেই ছিল অভিযুক্ত যুবক। আম খাওয়ানোর নাম করে চতুর্থ শ্রেণির ওই নাবালিকাকে ডাকা হয়। প্রথমে খেলা ছেড়ে যেতে চায়নি সে। তখন একপ্রকার জোর করেই নাবালিকাকে ওই যুবক এলাকারই একটি নির্জন পুকুরের ধারে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানেই তার উপর অত্যাচার চলে বলে অভিযোগ।

ঘটনার কথা কাউকে বললে তাকে মেরে ফেলা হবে। সেই কথা বলে নাবালিকাকে ভয় দেখানো হয় বলেও অভিযোগ। এরপরই নাবালিকাকে ছেড়ে দেওয়া হয়। যন্ত্রণায় কাতর ওই নাবালিকা কোনওরকমে বাড়ি ফেরে। তার এমন অবস্থা দেখে সন্দেহ হয় পরিবারের লোকদের। জিজ্ঞেস করলে ওই নাবালিকা গোটা ঘটনার কথা খুলে বলে। এরপরই ওই ছাত্রীর পরিবারের লোকজন দ্রুত থানায় যায়। প্রতিবেশী যুবকের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। নাবালিকা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে সোনামুখী হাসপাতালে ও পরে বিষ্ণুপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই সে ভর্তি রয়েছে। পুলিশ তদন্তে নেমে পিন্টুকে গ্রেপ্তার করেছে। পকসো ধারায় শুরু হয়েছে মামলা। আজ, সোমবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। বিষ্ণুপুর এসডিপিও সুপ্রকাশ দাস জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement