প্রতীকী ছবি
অর্ক দে, বর্ধমান: তরুণীদের উদ্দেশ্য করে প্রকাশ্য রাস্তায় কুরুচিকর অঙ্গভঙ্গি করেছিলেন এক যুবক! সেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল বর্ধমান শহরে। বৃহস্পতিবারের ওই ঘটনার তদন্তে নেমেছিল পুলিশ। শেষপর্যন্ত গ্রেপ্তার করা হল অভিযুক্তকে। গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম সন্তোষ বিশ্বাস। বর্ধমান শহরের বড়নীলপুর এলাকায় তাঁর বাড়ি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল বর্ধমানের বিবেকানন্দ কলেজ মোড় এলাকায়। বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় টোটোয় চড়ে চার তরুণী যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় বাইকে সওয়ার এক যুবক গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। মুখে মাস্ক পরে নিজের পরিচয় গোপন করতে চেয়েছিলেন যুবক। যদিও তা পারেননি বলেই দাবি এক তরুণীর। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ওই যুবকের নাম বাবু বিশ্বাস। স্থানীয় এলাকারই বাসিন্দা। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরালও হয়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ওই ভিডিও নজরে এসেছিল বর্ধমান সাইবার থানার পুলিশের। অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ।
ওই ঘটনার সাড়ে তিনদিনের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। আজ, মঙ্গলবার সকালে বড়নীলপুরে ৩৬ বছর বয়সী ওই যুবকের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। রাস্তার সিসিটিভি দেখে ওই যুবককে চিহ্নিত করা হয়েছিল। পরে বিভিন্ন রাস্তার সিসিটিভি খতিয়ে, লোকজনদের সঙ্গে কথা বলে তাঁর পরিচয় জানতে পারে পুলিশ। এরপরই বাড়িতে হানা দিয়ে গ্রেপ্তার করা হল। এদিনই বর্ধমান আদালতে ধৃতকে তোলা হয়েছে। প্রকাশ্য রাস্তায় ওই ন্যক্কারজনক কাজ কী করে করলেন ওই যুবক?
সকলের নজর এড়িয়ে কীভাবে এমন অশোভনীয় কাজ করলেন ওই যুবক, সে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। কেউ কেউ আবার ওই ভিডিও দেখে বলছেন, ওই যুবক বিকৃতকাম। সে কারণেই তরুণীদের দেখে এমন কাজ করেছেন। ওই যুবকের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন অনেকেই। এই ঘটনায় স্বাভাবিকভাবে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আতঙ্কিত টোটোয় থাকা ওই চার তরুণীও। ওই যুবকের সঙ্গে তাঁদের কোনও ঘনিষ্ঠতা নেই বলেই জানা গিয়েছে। তা সত্ত্বেও ঠিক কোন উদ্দেশ্যে এই কাজ করেছেন ওই যুবক, আগেও এমন কাজ করেছেন কিনা, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। খুব শীঘ্রই ওই যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেই পুলিশ সূত্রে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.