Advertisement
Advertisement

Breaking News

Howrah

অস্ত্র দেখিয়ে নাবালিকাকে অপহরণের চেষ্টা! যুবককে ধরে উত্তমমধ্যম হাওড়ায়

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Youth arrested in Howrah for attempting to kidnap minor

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:June 8, 2025 3:39 pm
  • Updated:June 8, 2025 3:39 pm  

অরিজিৎ গুপ্ত, হাওড়া: নাবালিকাকে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো! তাকে অপহরণের চেষ্টার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। যদিও সেই কাজে অভিযুক্ত সফল হয়নি। অপহরণের আগেই স্থানীয় বাসিন্দারা ওই যুবককে ধরে ফেলেন। তাকে উত্তমমধ্যমও দেওয়া হয় বলে অভিযোগ। পরে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের দক্ষিণবাড়ি মহিষনালা এলাকায়।

জানা গিয়েছে, মহিষনালা এলাকাতে ওই নাবালিকার বাড়ি। কাছাকাছি এলাকাতেই তার মামারবাড়ি। গতকাল, শনিবার সন্ধ্যার পর মামাবাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল বছর দশেক বয়সের ওই নাবালিকা। অভিযোগ, ফাঁকা রাস্তায় তার পথ আটকায় এক যুবক। ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টাও হয়েছিল! বাঁচতে প্রাণপণে আর্তনাদ করতে থাকে সে। নাবালিকার আর্তনাদ শুনে বাইরে বেরিয়ে আসেন এলাকার বাসিন্দা। বিপদ বুঝে নাবালিকাকে ফেলে পালাতে চেষ্টা করেন ওই যুবক। তাকে তাড়া করে পাকড়াও করেন স্থানীয়রা।

ওই অভিযুক্তকে বেঁধে উত্তমমধ্যম দেওয়া হয় বলে অভিযোগ। পরে ডোমজুড় থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে। তাকে সেখান থেকে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কে ওই নাবালিকা। কী কারণে নাবালিকাকে অপহরণের চেষ্টা হয়েছিল? ওই যুবকের সঙ্গে নাবালিকার পরিবারের কি কোনও শক্রতা আছে? সেসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement