Advertisement
Advertisement
Sandeshkhali

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার যুবক

ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Youth arrested in Sandeshkhali for allegedly physical assault girl

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:August 6, 2025 5:36 pm
  • Updated:August 6, 2025 6:19 pm  

গোবিন্দ রায়, বসিরহাট: প্রথমে প্রেম, পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ। পরে ওই কিশোরীকে বিয়ে করতে অস্বীকার! তারপরই কিশোরীর পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালিতে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ৩২ বয়সি ওই যুবকের নাম রশিদুল মোল্লা, বাড়ি সন্দেশখালি থানা এলাকায়। ওই এলাকাতেই থাকে ওই কিশোরী। গত ছ’মাস আগে ওই নাবালিকার সঙ্গে পরিচয় হয় তার। ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরির চেষ্টা করে যুবক। একসময় কিশোরীও আর আপত্তি করেনি বলে খবর।  অভিযোগ, ওই যুবক নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। কিন্তু বেশ কিছুদিন ধরে ওই যুবক কিশোরীর সঙ্গে যোগাযোগ রাখতে চাইছিল না বলে অভিযোগ। বিয়ে করাও সম্ভব নয় বলে ওই যুবক জানিয়ে দেয় বলে অভিযোগ। প্রতারিত হয়েছে বুঝতে পেরে নাবালিকা পরিবারের কাছে গোটা ঘটনা জানায়।

কালবিলম্ব করেনি নাবালিকার পরিবার। মঙ্গলবার ওই নির্যাতিতার পরিবারের তরফে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে জেলেখালি এলাকা থেকে গ্রেপ্তার করেছে। আজ, বুধবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement