Advertisement
Advertisement
Baharampur

মুঙ্গেরি অস্ত্র পাচারের নয়া করিডর বহরমপুর? বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারে বাড়ল উদ্বেগ

ধৃত যুবক ক্যারিয়ার বলে পুলিশ জানিয়েছে।

Youth arrested with arms and cartridge in Baharampur

ধৃতকে নিয়ে পুলিশ আধিকারিকরা।

Published by: Suhrid Das
  • Posted:June 9, 2025 2:21 pm
  • Updated:June 9, 2025 2:21 pm   

কল্যাণ চন্দ্র, বহরমপুর: ফের বিপুল অস্ত্র উদ্ধার মুর্শিদাবাদের বহরমপুরে। ঘটনায় গ্রেপ্তার মাসুদ শেখ নামে এক যুবক। বাংলাদেশ সীমান্ত লাগোয়া ফরাক্কা থেকে ওই অস্ত্র, কার্তুজ নিয়ে আসা হচ্ছিল বলে বহরমপুর থানার পুলিশ জানিয়েছে। আজ, সোমবার ধৃতকে বহরমপুর আদালতে তোলা হয়। বিহার থেকে এইসব অস্ত্র আনা হচ্ছিল বলে প্রাথমিক খবর। মুঙ্গেরের অস্ত্র পাচারের নয়া করিডোর কি বহরমপুর? সেই প্রশ্ন উঠেছে। 

Advertisement

বেশ কয়েক মাস ধরেই মুর্শিদাবাদের বহরমপুর, সাগরপাড়া-সহ একাধিক জায়গা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে। পুলিশ-প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে বিভিন্ন জায়গায়। কাছেই বাংলাদেশ সীমান্ত। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর সীমান্ত এলাকাতেও কড়া নজরদারি চলছে। সীমান্ত পেরিয়ে জঙ্গি ঢোকার আশঙ্কাও রয়েছে। এর মধ্যে বিহারের মুঙ্গের থেকে রাজ্যে অস্ত্র ঢুকছে বলেও প্রশাসন সূত্রে খবর। সাম্প্রতিক অতীতে যে সব অস্ত্র উদ্ধার হয়েছে, সেগুলির সঙ্গেও মুঙ্গের যোগ রয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

এই অবস্থায় গতকাল, রবিবার গভীর রাতে ফের অস্ত্র উদ্ধার হল। পাওয়া গিয়েছে, তিনটি সেভেন এমএম পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং ৬টি ম্যাগাজিন। অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে, আগাম সেই খবর বহরমপুর থানার পুলিশের কাছে এসেছিল। তারপরই অভিযানে নামা হয়। গভীর রাতে একটি টোটোতে করে শীলপুকুর এলাকা দিয়ে যাচ্ছিল মাসুদ শেখ। পুলিশ গাড়ি আটকে তাঁকে জিজ্ঞাসাবাদ করে। কথায় অসঙ্গতি থাকায় চলে তল্লাশি। তখনই উদ্ধার হয় ওই অস্ত্র ও কার্তুজ। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকা দিয়ে বিহার থেকে ওই অস্ত্র ঢুকেছিল। রানিনগর এলাকায় সেগুলি বিক্রির কথা ছিল। সোমবার ডিএসপি-ডিঅ্যান্ডটি সুশান্ত রাজবংশী জানান, অভিযুক্ত ক্যারিয়ার বলে জানা গিয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে ৫টি সেভেন এমএম পিস্তল, ১০টি ম্যাগাজিন এবং ২৫ রাউন্ড কার্তুজ-সহ দুই যুবককে গ্রেপ্তার করেছিল বহরমপুর থানার পুলিশ। ওই দুই যুবক অস্ত্র, কার্তুজ নিয়ে বহরমপুরের ফরাসডাঙা এলাকা দিয়ে রানিনগর যাচ্ছিলেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ