Advertisement
Advertisement
Malbazar

উৎসব মরশুমে বুনো হাতির হানায় মৃত্যু যুবকের, শোকের ছায়া মালবাজারে

ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়।

youth death for elephant attack in malbazar

ফাইল ছবি।

Published by: Suhrid Das
  • Posted:September 27, 2025 4:09 pm
  • Updated:September 27, 2025 4:09 pm   

অরূপ বসাক, মালবাজার: বুনো হাতির হামলায় মৃত্যু হল এক যুবকের। চতুর্থীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মালবাজার এলাকায়। মৃতের নাম বিজয় মাজি। ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে মৃতদেহ উদ্ধার করা হয়।

Advertisement

জানা গিয়েছে, মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা বাগানের টন্ডু ডিভিশনে বাড়ি ওই ৩২ বছরের যুবকের। গতকাল শুক্রবার রাতে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেসময় লোকালয়ে একটি বুনো হাতি ঘুরছিল বলে খবর। বাড়ির অদূরেই ওই যুবক হাতিটির সামনে পড়ে যান। ওই যুবক পালানোর চেষ্টা করলে হাতিটি তাঁকে তাড়া করে ধরে ফেলে। যুবককে পা দিয়ে পিষে দেয় হাতিটি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনাস্থলে ছুটে যান এলাকার লোকজন। হাতিটি লোকালয় ছেড়ে জঙ্গলে চলে যায়। আনুমানিক রাত নটা নাগাদ ওই ঘটনা ঘটেছিল। খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় নাগরাকাটা থানার পুলিশ। ঘটনাস্থলে যান খুনিয়া ও ডায়না রেঞ্জের বনকর্মীরা। ওই এলাকায় মাঝেমধ্যেই বুনোহাতি হামলা চালায়। হাতির হামলা থেকে মুক্তির জন্য দীর্ঘদিন ধরেই দাবি তুলছেন স্থানীয়রা। যুবকের মৃত্যুকে ক্ষোভ ছড়ায় স্থানীয়দের মধ্যে। পুলিশ ও বনকর্মীদের সামনে শুরু হয় বিক্ষোভ। সাময়িক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাত সাড়ে ১২টার পর ওই যুবকের দেহ উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানিয়ে দেন আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। স্থানীয়দের বাসিন্দা সাবন ওড়াও, প্রদীপ ওড়াওদের বক্তব্য, এলাকায় প্রায়ই বুনো হাতি ঢুকে যায়। কিন্তু বনদপ্তরের তরফে সময়মতো কোনও ব্যবস্থা নেওয়া হয় না। পুজোর সময় যখন মানুষজন রাতেও বাইরে বের হয়, তখন নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব পাওয়া উচিত ছিল বলেই মনে করছেন অনেকে। সরকারি নিয়মে যা যা করার বন দপ্তরের পক্ষ থেকে করা হবে। খুনিয়া বনদপ্তরের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। এই মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ