Advertisement
Advertisement
hooghly

রিল বানানোর নেশায় দুরন্ত গতির জয়রাইড ৪০ জনের! জাতীয় সড়কে মৃত্যু কলকাতার যুবকের

মৃত যুবক কলকাতার ঠাকুরপুকুর মহেশতলার বাসিন্দা।

Youth dies in road accident in Hooghly
Published by: Suhrid Das
  • Posted:June 1, 2025 7:51 pm
  • Updated:June 1, 2025 7:51 pm   

সুমন করাতি, হুগলি: জামাইষষ্ঠীর সকালে কলকাতা থেকে জয়রাইডে বেরিয়েছিলেন ৪০ জন বাইকার। রাস্তায় বাইক চালানোর সময়ই চলছিল ভিডিও করা, রিলস বানানো। আর সেসময়ই ঘটে দুর্ঘটনা। জাতীয় সড়কে ডাম্পারের পিছনে গিয়ে বাইক নিয়ে সজোরে ধাক্কা মারেন সেই দলে থাকা এক বাইকার। দুর্ঘটনায় রাস্তাতেই মারা গেলেন তিনি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির গুড়াপে। মৃত যুবকের নাম মহম্মদ আজিম(২৫)। মৃত যুবক কলকাতার ঠাকুরপুকুর মহেশতলার বাসিন্দা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাইকারের দল প্রতি রবিবার সকালে জয় রাইডের জন্য বেরিয়ে পড়েন। জাতীয় সড়ক ধরে বিভিন্ন জায়গায় চলে যান তাঁরা। রেসের পাশাপাশি ভিডিও করা, রিলস বানানোও চলে। আজ, রবিবার সকালেও একইভাবে ৪০ জন বেরিয়ে পড়েছিলেন। কলকাতা থেকে জাতীয় সড়ক ধরে বর্ধমানের দিকে যাচ্ছিলেন তাঁরা। ছুটির দিন রাস্তা ফাঁকা থাকার জন্য বাইকগুলি দ্রুতগতিতেই চলছিল। হুগলির গুড়াপ থানার কংসারীপুর মোড়ের কাছে ঘটে ওই ভয়াবহ দুর্ঘটনা। জানা গিয়েছে, অনেক গতিতেই বাইক চালানো হচ্ছিল। সামনে একটি ডাম্পার দাঁড়িয়েছিল। নিয়ন্ত্রণ হারিয়ে মহম্মদ হাজিজ বাইক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই ডাম্পারটিতে ধাক্কা মারেন। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল, যে ওই যুবক ছিটকে বেশ কিছুটা দূরে গিয়ে পড়েন।

ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তাঁকে উদ্ধার করে ধনিয়াখালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের পরিবারের কাছেও এই দুঃসংবাদ পাঠানো হয়। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে কেন বাইক চালানো, জয়রাইডে বেরিয়ে পড়া? সেই প্রশ্ন আরও একবার উঠেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ