Advertisement
Advertisement
Hooghly

কাজ সেরে আর বাড়ি ফেরা হল না ! নবমীর বিকেলে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের

বাকি দুই বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন।

Youth dies in road accident in Hooghly

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:October 1, 2025 7:24 pm
  • Updated:October 1, 2025 7:24 pm   

সুমন করাতি, হুগলি: কাজ থেকে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিন বন্ধু। নবমীর রাতে তাঁদের ঠাকুর দেখার পরিকল্পনাও ছিল হয়তো। কিন্তু সব কিছুই কার্যত ম্লান হয়ে গেল। নবমীর বিকেলে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে হুগলির মগরা থানার নন্দীপুকুরে। মৃত যুবকের নাম অভিষেক রাম(২৬)।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ৩ যুবকের বাড়ি বড় খেঁজুরিয়া মল্লিকপাড়া এলাকায়। একই জায়গায় তাঁরা তিনজন কাজ করেন। নবমীর বিকেলে কাজের ছুটির পর তিনজন একটি স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন। নন্দীপুকুরের নতুন ব্রিজের উপর ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের থেকে জানা গিয়েছে, রাস্তার উলটোদিক থেকে একটি মোটরচালিত ভ্যান ব্রিজের উপর দিয়ে উঠছিল। আর স্কুটি চালিয়ে তিন যুবক ব্রিজ থেকে নামছিলেন। স্কুটি ও মোটরচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে অভিষেক রাম বেশ কিছুটা দূরে রাস্তায় ছিটকে পড়েন। অন্য দুই বন্ধুও গুরুতর জখম হন।

স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা অভিষেককে মৃত বলে ঘোষণা করেন। অন্য দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে হাসপাতাল ও দুর্ঘটনাস্থলে যায় মগরা থানার পুলিশ। দুর্ঘটনার কথা বাড়ির লোকদের জানানো হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের পাঠিয়েছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এই ব্রিজ দিয়ে কেবল মিঠাপুকুরের দিকে যাওয়ার কথা থাকলেও অনেকেই নিয়ম ভেঙে উলটো দিক দিয়েও গাড়ি চালান। ট্রাফিক পুলিশের নজরদারি নেই! নেই পর্যাপ্ত আলো বা সিসিটিভি ক্যামেরা! ফলে বারবার দুর্ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয়দের। দুঃসংবাদ পৌঁছতেই কান্নার রোল উঠেছে মৃতের বাড়িতে।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ