সুরজিৎ দেব, ডায়মন্ডহারবার: ফের সেলফি নেশাই ডেকে আনল বিপত্তি। সেলফি তুলতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন বছর ২০-এর এক যুবক। নাম রাজীব দাস। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের কুলপি এলাকায়। ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে কুলপি থানার পুলিশ। জলে নামানো হয়েছে ডুবুরি।
সূত্রের খবর, কলকাতার হরিদেবপুরের বাসিন্দা রাজীব দাস নামে ওই যুবক। শুক্রবার ৫ বন্ধুর সঙ্গে ডায়মন্ড হারবার বেড়াতে যান তিনি। পরের দিন অর্থাৎ শনিবার সকালে ৬ বন্ধু মিলে কুলপির হাড়ারঘাট এলাকায় ঘুরতে বের হন। সেই সময় সেলফি তোলার জন্য হুগলি নদীতে নামেন ওই যুবকেরা। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। হঠাতৎই জলের স্রোতে নদীতে তলিয়ে যান রাজীব নামে ওই যুবক। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তাঁর বন্ধুরা। তাঁদের চিৎকারে স্থানীয়রা বিষয়টি বুঝে জলে নেমে তল্লাশি শুরু করেন। খবর দেওয়া হয় কুলপি থানায়। ওই যুবককে উদ্ধার করতে জলে তল্লাশি শুরু করে পুলিশ। জলে নামানো হয়েছে ডুবুরিও। তবে দীর্ঘক্ষণ কেটে গেলেও এখনও খোঁজ মেলেনি ওই যুবকের। শোকের ছায়া এলাকায়।
এই প্রথম নয়, সেলফির নেশায় বুঁদ হয়ে এর আগেও একাধিক দুর্ঘটনার মুখে পড়েছে যুব সমাজ। কখনও রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ঘটেছে দুর্ঘটনা। কখনও আবার জলে তলিয়েই মৃত্যু হয়েছে। তাতেও হুঁশ ফেরেনি কারও। বারবার ঘটে চলেছে একই ঘটনা। কীভাবে এই পরিস্থিতি পালটানো সম্ভব তা ভাবাচ্ছে সকলকে। তবে একমাত্র নিজেরা সচেতন হলেই এই বিপদ এড়ানো সম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.