Advertisement
Advertisement
Liluah

দুই বান্ধবীর মধ্যে বিবাদ, প্রেমিকার ‘অপমানে’র ‘বদলা’ নিতে গিয়ে খুন প্রেমিক? লিলুয়ায় চাঞ্চল্য

অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Youth murdered in Liluah

মৃত যুবক। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:April 13, 2025 3:07 pm
  • Updated:April 13, 2025 3:08 pm   

অরিজিৎ গুপ্ত, হাওড়া: প্রেমিকদের নিয়ে দুই বান্ধবীর মধ্যে বিবাদ ছিল! সেই বিবাদ থেকেই এক বান্ধবীকে অপর বান্ধবীর প্রেমিক ফোন করে গালিগালাজ, অপমান করে বলে অভিযোগ। সেই ফোনের কথা নিজের প্রেমিককে জানিয়েছিল ওই নবম শ্রেণির নাবালিকা। এরপরেই সেই ‘অপমানে’র বদলা নিতে গিয়েছিল ওই প্রেমিক? সেখানেই দুই প্রেমিক ও তাঁর দলবলের মধ্যে হাতাহাতি হয় বলে অভিযোগ। হামলার জেরে গুরুতর জখম ওই প্রেমিক মারা গিয়েছে বলে অভিযোগ। মৃতের নাম সাগর তিওয়ারি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ার বামনগাছি ব্রিজ এলাকায়। অভিযুক্ত মনু শর্মা পলাতক।

Advertisement

জানা গিয়েছে, সাগর ও মনুর দুই প্রেমিকা বান্ধবী। চারজনের মধ্যে ভালো সম্পর্কও ছিল বলে খবর। যদিও বেশ কয়েকদিন ধরে চারজনের মধ্যে সম্পর্ক নিয়ে বিবাদ চলছিল বলে অভিযোগ। এই অবস্থায়, সাগরের প্রেমিকাকে মনু ও তার বান্ধবী ফোন করে গালিগালাজ, অপমান করে বলে অভিযোগ। সাগর সেই কথা জানতে পেরে মেজাজ হারিয়েছিল বলে খবর। শুক্রবার রাতে সাগর ও মনুর বামনগাছি ব্রিজ এলাকায় দেখা করার কথা ছিল। সাগর তার বন্ধুদের নিয়ে মনুর সঙ্গে দেখা করতে যায়। সেখানে মনুও তার সঙ্গীদের নিয়ে এসেছিল বলে খবর। কিছু উত্তপ্ত কথার পরেই বিবাদ শুরু হয়। সাগরকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোঘ। সেসময় বাঁশ দিয়ে সাগরের মাথায় আঘাত করা হয়। সেখানেই লুটিয়ে পড়ে ওই যুবক।

ঘটনাস্থল থেকে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাগরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তাঁর শারীরিক অবস্থা গুরুতর ছিল। শনিবার রাতে সাগর হাসপাতালেই মারা যায়। আজ রবিবার মৃতের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। লিলুয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জগদীশপুরের সেন পাড়ার বাসিন্দা সাগর তিওয়ারি। অভিযুক্ত মনু শর্মা হাওড়ার পিলখানার বাসিন্দা। সে ঘটনার পর থেকেই পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে লিলুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই ছাত্রীর পাশাপাশি তাদের পরিবারের সঙ্গেও কথা বলা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃত সাগরের বন্ধুদেরও। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকে এই সংঘর্ষের সূত্রপাত? নাকি এটি পূর্বপরিকল্পিত হামলা? ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত আছে কি? সেসব জানার চেষ্টা চলছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ