Advertisement
Advertisement
Bhangar

ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার ‘সুপারি কিলার’ জাকির মোল্লা, রহস্যের শিকড়ে পৌঁছতে মরিয়া পুলিশ

অভিযুক্ত এর আগে দুটি ডাকাতির ঘটনায় মোট ১৪ বছর জেল খেটেছে।

Zakir Mollah arrested for murdering TMC leader in Bhangar
Published by: Suhrid Das
  • Posted:July 16, 2025 12:49 pm
  • Updated:July 16, 2025 12:49 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ভাঙড়ে তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ খুনের জন্য ভাড়া করা হয়েছিল সুপারি কিলার! তদন্তে অন্যতম কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম জাকিরুদ্দিন গাজী ওরফে জাকির মোল্লা। অভিযুক্ত এর আগে দুটি ডাকাতির ঘটনায় দু’বার সাত বছর করে মোট ১৪ বছর জেল খেটেছে বলে খবর। ধৃত ব্যক্তি তৃণমূল নেতাকে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ‘খুন’ করে। জেরায় ধৃত এই কথা জানিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement

গত বৃহস্পতিবার বাড়ির অদূরেই শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা ‘খুন’ হয়েছিলেন তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। সেই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। উত্তর কাশীপুর থানার পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তর, গুন্ডা দমন শাখা এবং স্পেশাল ব্রাঞ্চের দুঁদে অফিসাররা তদন্ত শুরু করেন। পাশাপাশি খোদ লালবাজারের গোয়েন্দা প্রধান রুপেশ কুমার এবং ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষও ঘটনায় বিশেষ নজর দেন। শুরু হয় ধরপাকড়। বিভিন্ন সূত্র ধরে তথ্য সংগ্রহ করে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে জাকিরের নাম। কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাকে খুঁজে পাচ্ছিল না। পরে তার মোবাইল টাওয়ারের লোকেশন দেখে ও আত্মীয়দের জেরা করে সন্ধান পাওয়া যায়। ধৃতের বাড়ি ভাঙড়ের চন্দনেশ্বর থানার মাধবপুরের নারায়ণপুর এলাকায়। তাকে উত্তর কাশিপুর থানার নাংলা পালপুর এলাকায় একটি মেছোভেড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে, ধৃত জাকিরুদ্দিন আগে ডাকাতির অভিযোগে ধরা পড়ার পর সাত বছর জেল খাটে। তারপরও আরও একবার কলকাতার ট্যাংরা এলাকায় একটি অভিজাত আবাসনে ডাকাতির ঘটনায় আরও সাতবছর জেল খাটে। কুখ্যাতের থেকে একটি পাইপগান ও ধারালো চপার উদ্ধার হয়েছে। সেগুলি ‘খুনে’র সময় ব্যবহার করা হয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ। জেরায় ধৃত খুনের কথা স্বীকার করেছে বলে দাবি তদন্তকারীদের। তৃণমূল নেতা খুনে এই কুখ্যাতকে টাকার বিনিময়ে ভাড়া করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। কিন্তু কে বা কারা তাঁকে এজন্য ভাড়া করেছিল? সেই তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। এখনও অবধি তৃণমূল নেতা খুনে মোট ছ’জনকে গ্রেপ্তার করা হল। ধৃতকে আজ, বুধবার আদালতে তোলা হবে বলে খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement