Advertisement
Advertisement
আশা কর্মী

রাজ্যে বিপুল সংখ্যক আশা কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

আগামী ১৯ মার্চের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

129 Jobs of Accredited Social Health Activist (ASHA)
Published by: Sayani Sen
  • Posted:February 27, 2020 2:58 pm
  • Updated:February 27, 2020 3:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি মাধ্যমিক পাশ? নিশ্চয়ই ভাবছেন এই প্রতিযোগিতার দৌড়ে কীভাবে চাকরি জোগাড় করবেন, তাই তো? উত্তর ‘হ্যাঁ’ হলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। কারণ, আশা কর্মী (ACCREDITED SOCIAL HEALTH ACTIVIST) হিসাবে ১২৯ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তার মধ্যে চাঁচল ১ নম্বর ব্লকে ২জন, চাঁচল ২ নম্বর ব্লকে ১০জন, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ২০জন, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে ৮৫জন, রতুয়া ১ নম্বর ব্লকে ১জন এবং রতুয়া ২ নম্বর ব্লকে ১১ জনকে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি নির্দিষ্ট ঠিকানায় তাঁদের আবেদনপত্র পাঠাতে পারেন। আগামী ১৯ মার্চের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

Advertisement

আবেদনকারীর যোগ্যতা:
১. শুধুমাত্র মহিলারাই এই শূন্যপদে আবেদন করতে পারেন।
২. আবেদনকারীকে কমপক্ষে মাধ্যমিক পাশ হতেই হবে।
৩. আবেদনকারী বিবাহিত/বিবাহ বিচ্ছিন্না অথবা বিধবা হতে হবে।
৪. যে এলাকার জন্য আবেদন করছেন, সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২০ তারিখের ভিত্তিতে ন্যূনতম ৩০ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাশেই মিলতে পারে কলকাতা হাই কোর্টে চাকরি, আবেদন করবেন নাকি?]

আবেদনের পদ্ধতি:
এই ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। তারপর নির্দিষ্ট বিডিও অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। ১৯ মার্চই আবেদনের শেষ দিন।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
মাধ্যমিকে পাওয়া নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন সংক্রান্ত অন্যান্য যেকোনও তথ্যের জন্য এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ