সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ব ভারতের অন্যতম শীর্ষ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, একাডেমি অফ টেকনোলজি (AOT) উদযাপন করল তাদের প্রতিষ্ঠা দিবস। আজ ২২ আগস্ট, শুক্রবার হুগলির আদিসপ্তগ্রাম ক্যাম্পাসে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এদিনের এই অনুষ্ঠানকে ঘিরে বিশিষ্ট শিক্ষাবিদ, শিল্পপতি, প্রাক্তনীদের মিলনক্ষেত্র তৈরি হয় প্রতিষ্ঠানের ক্যাম্পাসে। এদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে ইনস্টিটিউটের একদিকে দীর্ঘ গৌরবময় যাত্রাকে তুলে ধরা হয়, অন্যদিকে ভবিষ্যতের রূপরেখা নিয়েও দীর্ঘ আলোচনা করা হয়।
এদিনের অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের অভ্যর্থনা জানানো হয়। একই সঙ্গে ক্যাম্পাসের মধ্যেই পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। পাশাপাশি গান ও নৃত্য পরিবেশনে অংশ নেন পড়ুয়ারা। এদিন অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন একাডেমি অফ টেকনোলজি অর্থাৎ AOT এর ডিরেক্টর দিলীপ ভট্টাচার্য। পাশাপাশি কীভাবে এই ইনস্টিটিউট পূর্ব ভারতের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে উঠে এল সেই সংক্রান্ত একটি ভিডিও দেখানো হয়।
ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন AOT-এর চেয়ারম্যান ট্রাস্টি এবং সহ-প্রতিষ্ঠাতা অধ্যাপক অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়। যেখানে স্মৃতিচারণের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। ওই অনুষ্ঠানে “Voices Across Time-thoughts and memories from AOTians” নামে একটি সেশন রাখা হয়। যেখানে প্রাক্তন শিক্ষার্থী এবং ফ্যাকাল্টি মেম্বাররা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।।
বক্তাদের মধ্যে ছিলেন শ্রী আনন্দ প্রসাদ ভকত (লিড কনসালট্যান্ট, আইবিএম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড), শ্রী অভিষোমজিৎ গুহ (সিইও, সানি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যাসোসিয়েটস), শ্রী সম্বুদ্ধ দেব (উপদেষ্টা, AOT), অধ্যাপক বৈশাখী ভট্টাচার্য এবং অধ্যাপক পার্থ প্রতিম দাস (অধ্যাপক, আইআইটি খড়গপুর)। অধ্যাপক রবিকুমার ভাস্করণ (লাইফ ফেলো, আইআইটি খড়গপুর)।।
“Reflections” নামে আরও একটি ইন্টারেক্টিভ সেশনেরও এদিন আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন অধ্যাপক রবিকুমার ভাস্করণ (লাইফ ফেলো, আইআইটি খড়গপুর)। সেশনটি পরিচালনা করে অধ্যাপক শুভা মণ্ডল (ম্যানেজিং পার্টনার, ফক্স মন্ডল অ্যান্ড অ্যাসোসিয়েটস; আইনি উপদেষ্টা এবং প্র্যাকটিস, এওটি) ।
পাশাপাশি “Creativity to Creations for Community & Commerce” এই বিষয়ের উপরে এদিন বক্তব্য রাখেন অধ্যাপক প্রবুদ্ধ গঙ্গোপাধ্যায় (সিইও, ভিশন-আইপিআর)। এদিন বিকেলেও একটি সেশন রাখা হয় ইনস্টিটিউটের তরফে। সেখানে আলোচনার বিষয় ছিল শিল্প-শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা।
এখানেই শেষ নয়, ছিল ইউনিক একটি সেশনও। Ask Me Anything শীর্ষক এই আলোচনায় অংশ নিয়েছিলেন AOT-র চেয়ারম্যান ট্রাস্টি সহ পুরো টিম। AOT-র সদস্যদের জন্য একটি কুইজেরও আয়োজন করা হয়েছিল। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে নতুন প্রতিভা নিয়ে কাজ করার অঙ্গীকার করা হয়। শিল্পের সঙ্গে শিক্ষার সংযোগের বিষয়েও জোর দেওয়া হয়। অতিথিও প্রাক্তন পড়ুয়াদের উপস্থিতিতে উজ্জ্বল হয়ে ওঠে প্রতিষ্ঠা দিবসের সেই অনুষ্ঠান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.