Advertisement
Advertisement
Intelligence Bureau

ইনটেলিজেন্স ব্যুরোয় বহু শূন্যপদে চাকরির সুযোগ, আবেদনের শেষ তারিখ কবে?

জেনে নিন আবেদনের পদ্ধতি।

Apply online in Intelligence Bureau's 394 posts
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 27, 2025 2:11 pm
  • Updated:August 27, 2025 2:11 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি স্নাতক উত্তীর্ণ? কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরির জন্য নিজেকে তৈরি করছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। প্রায় চারশো শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ইনটেলিজেন্স ব্যুরো। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি যাবতীয় তথ্য। সেরে ফেলুন আবেদন।

Advertisement

মোট শূন্যপদ- ৩৯৪

পদ- জুনিয়র ইনটেলিজেন্স অফিসার

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, পদার্থবিদ্যা, গণিত বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক হলে আবেদন করতে পারবেন। ইলেকট্রনিক্সে ডিপ্লোমা পাশ হলেও আবেদন করতে পারবেন।

আবেদনকারীর বয়স- আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। তবে ২৭ বছরের মধ্যে হওয়াও বাধ্যতামূলক।

আবেদনের পদ্ধতি- প্রথমে এই ওয়েবসাইটে www.mha.gov.in/www.ncs.gov.in যান। সেখানেই অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে ফর্মপূরণের পর যাবতীয় নথির স্ক্যান কপি আপলোড করতে হবে। দিতে হবে ছবিও।

নিয়োগের পদ্ধতি- প্রথমে অনলাইনে লিখিত পরীক্ষা হবে। তাতে পাশ করলে আরেক ধাপ পরীক্ষা হবে। তারপর ইন্টারভিউ। তাতেও উত্তীর্ণ হলে হবে নথি যাচাই।

আবেদনের শেষ তারিখ- ১৪ সেপ্টেম্বর

আরও বিস্তারিত তথ্য পেতে আবেদনের পূর্বে অবশ্যই ইনটেলিজেন্স ব্যুরোর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখবেন। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ