Advertisement
Advertisement
দক্ষিণ-পূর্ব রেল

রেলে প্রচুর কর্মী নিয়োগের সুযোগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

Apprentices Jobs(1785 vacancies) in South Eastern Railway
Published by: Sayani Sen
  • Posted:January 7, 2020 5:09 pm
  • Updated:January 7, 2020 5:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল দক্ষিণ-পূর্ব রেল। ১৭৮৫ জন অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

Advertisement

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. ৫০ শতাংশ নম্বর পেয়ে ন্যূনতম মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
২. আইটিআই কোর্সের সার্টিফিকেট থাকাও বাঞ্ছনীয়।

আবেদনকারীর বয়স:
১ জানুয়ারি, ২০২০ তারিখের নিরিখে ন্যূনতম ১৫ থেকে ২৪ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তফসিলি জাতি(SC) এবং তফসিলি উপজাতি(ST) প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির(OBC) প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।

[আরও পড়ুন: স্নাতক হলেই মিলবে স্টেট ব্যাংকে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি]

আবেদনের পদ্ধতি:
www.rrcser.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থী আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে পারেন।

নির্বাচনের পদ্ধতি:
মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর এবং নথিপত্র যাচাইয়ের পরই প্রার্থী নির্বাচন করা হবে। তবে কবে, কীভাবে নথিপত্র যাচাই হবে সে সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য www.rrcser.co.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।

আবেদনের ফি:
আবেদনকারীকে ব্যাংকে সাধারণ (জেনারেল) প্রার্থীদের ১০০ টাকা ব্যাংকে ফি জমা দিতে হবে। তবে মহিলা, তফসিলি জাতি(SC), তফসিলি উপজাতি(ST) প্রার্থীদের ফি জমা দিতে হবে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ