Advertisement
Advertisement
Bank of Baroda

ব্যাঙ্কে চাকরিই লক্ষ্য? আপনার জন্য সুখবর! আড়াই হাজারের বেশি কর্মী নিচ্ছে BOB

মাসিক বেতন কত?

bank of baroda issued a notification for 2500 posts
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 7, 2025 8:41 pm
  • Updated:July 7, 2025 8:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। ২৫০০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাঙ্ক অব বরোদা। কীভাবে আবেদন করবেন? আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী? মাসিক বেতন কত? প্রতিবেদন পড়ে জানুন খুঁটনাটি। তারপরই চটপট আবেদন করে ফেলুন।

Advertisement

মোট শূন্যপদ- ২৫০০

পদ – লোকাল ব্যাঙ্ক অফিসার

বেতন- ন্যূনতম ৪৮,৪৮০ টাকা

আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা- যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হলেই এই পদের আবেদন করতে পারবেন।

আবেদনকারীর বয়স- ন্যূনতম ২১ বছর বয়স হলেই আবেদন করতে পারেন। উর্ধ্বসীমা ৩০ বছর। তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি- প্রথমে ব্যাঙ্ক অব বরোদার অফিশিয়াল ওয়েবসাইটে (http://www.bankofbaroda.in/) যান। সেখানে নিজের মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন। তারপর অনলাইনেই আবেদনপত্র পূরণ করুন। প্রয়োজনীয় নথি স্ক্যান করে তা আপলোড করুন। সব শেষে সাবমিট করুন। এরপর একটি অ্যাপ্লিকেশন আইডি পাবেন। সেটি অবশ্যই যত্ন করে গুছিয়ে রাখবেন।

নিয়োগের পদ্ধতি- আবেদনপত্র জমা করার পর লিখিত পরীক্ষা হবে। তাতে পাশ করলে পরবর্তী ধাপ।

আবেদনের শেষ তারিখ- ২৪ জুলাই, ২০২৫

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement