সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (West Bengal University of Animal and Fishery Sciences)। ডেটা এন্ট্রি অপারেটর পদে এখানে কর্মী নিয়োগ করা হবে। কোনও লিখিত পরীক্ষা নয়। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আপনার মতো আগ্রহীদের জন্য ওই চাকরি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
শিক্ষাগত যোগ্যতা:
১. যেকোনও শাখায় স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. কম্পিউটার সংক্রান্ত জ্ঞান থাকা আবশ্যক।
স্ট্যাটিসটিকাল সফটওয়ার সম্পর্কে জ্ঞান থাকা প্রার্থী অগ্রগণ্য।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ১৮ হাজার টাকা বেতন পাবেন।
ইন্টারভিউর দিন:
আগামী ৬ জানুয়ারি, ২০২১ আগ্রহী প্রার্থীকে ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে।
ইন্টারভিউর স্থান:
ফার্মার্স হস্টেল, বেলগাছিয়া, কলকাতা: ৭০০০৩৭। সকাল সাড়ে দশটা থেকে ইন্টারভিউ নেওয়া শুরু হবে।
চাকরি সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য এই ওয়েবসাইটে আগ্রহী প্রার্থীকে নজর রাখতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.