ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা কালে কর্মপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি। ১৪টি শূন্যপদে মেডিক্যাল অফিসার এবং নার্স নিয়োগ করা হবে। এই শূন্যপদগুলিতে আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। তবে দক্ষতার ভিত্তিতে বাড়তে পারে চুক্তির মেয়াদ। আগ্রহী প্রার্থীদের আগামী ১১ ফেব্রুয়ারি ইন্টারভিউতে অংশ নিতে হবে।
মেডিক্যাল অফিসার (Medical Officer)
প্রার্থীর যোগ্যতা:
১. অবশ্যই এমবিবিএস হতে হবে।
২. এক বছরের ইন্টার্নশিপ করা প্রয়োজন।
৩. মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় রেজিস্ট্রেশন থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৬৪ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেসিক পে:
এই শূন্যপদে নিযুক্তরা প্রতি মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।
স্টাফ নার্স (Staff Nurse)
প্রার্থীর যোগ্যতা:
১. ইন্টারভিউতে অংশগ্রহণকারীদের অবশ্যই জিএনএম কোর্স পাশ হতে হবে।
২. স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৬৪ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেসিক পে:
এই শূন্যপদে নিযুক্তরা প্রতি মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।
আগ্রহী প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সমস্ত সার্টিফিকেট, বয়স এবং অভিজ্ঞতা থাকলে তার প্রমাণপত্র নিয়ে ইন্টারভিউতে অংশ নিতে হবে।
কোথায় নেওয়া হবে ইন্টারভিউ:
অফিস চেম্বার অফ দ্য সিএমওএইচ অ্যান্ড সেক্রেটরি, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি, পূর্ব মেদিনীপুর।
কবে নেওয়া হবে ইন্টারভিউ:
আগামী ১১ ফেব্রুয়ারি সকাল দশটা থেকে ইন্টারভিউ শুরু হবে।
এছাড়াও চাকরি সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য আগ্রহী প্রার্থীকে এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.