Advertisement
Advertisement
Digital Success Summit 2025

কলকাতায় ডিজিটাল সাকসেস সামিট, গড়ে উঠল পূর্ব ভারতের ডিজিটাল ভবিষ্যতের রূপরেখা

হাজির ছিলেন পাঁচশোরও বেশি পেশাদার প্রযুক্তিকর্মী।

Eastern India's largest AI and digital growth conference 'Digital Success Summit 2025' held in Kolkata
Published by: Buddhadeb Halder
  • Posted:September 13, 2025 2:35 pm
  • Updated:September 13, 2025 2:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ও ডিজিটাল স্ট্র্যাটেজি এখন সবক্ষেত্রেই অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল পূর্ব ভারতের সবচেয়ে বড় এআই ও ডিজিটাল গ্রোথ সম্মেলন ‘ডিজিটাল সাকসেস সামিট ২০২৫’।

Advertisement

চতুর্থ বর্ষের এই সম্মেলনে হাজির ছিলেন পাঁচশোরও বেশি পেশাদার প্রযুক্তিকর্মী। এর মধ্যে রয়েছেন সিইও, ভাইস প্রেসিডেন্ট, উদ্যোক্তা ও বিনিয়োগকারী। এআই-নির্ভর ব্যবসায়িক প্রযুক্তি, সাইবার সিকিউরিটি ও ডেটা-ভিত্তিক কৌশল নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা হয় এদিন। আয়োজক সংস্থা ইন্ডাস নেট টেকনোলজিস-এর প্রতিষ্ঠাতা ও সিইও অভিষেক রুঙ্গটা বলেন, ‘এআই ও ডিজিটাল স্ট্র্যাটেজি আগামী দিনে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে শিল্পকলা, স্বাস্থ্য ও শিক্ষা সর্বত্রই নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠবে। কেবল ব্যবসাকে নতুনভাবে কল্পনা করা বা উদ্ভাবন উন্মোচন নয়, বরং দ্রুত বিস্তারের ক্ষেত্রেও এগুলি অপরিহার্য।’

সংস্থার ডিরেক্টর শান্তনু মুখার্জি জানান, ‘আজকের দিনে এআই-নির্ভর ডিজিটাল ট্রান্সফরমেশনই দেশের গ্রোথ স্ট্র্যাটেজি। ক্লায়েন্ট-কেন্দ্রিক অভিজ্ঞতা, ডেটা-ভিত্তিক ব্যবস্থাপনা এবং প্রযুক্তি-চালিত সিদ্ধান্ত ভারতের ডিজিটাল অর্থনীতিকে নতুন গতি দিচ্ছে।’

সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সান্তোষ পান্ডা, উমেশ ভূতোড়িয়া ও সুশোভন মুখার্জি, মানিশ বিজ, সুজিত পল, অরিন্দম দত্ত, অলোক মজুমদার প্রমুখ। তাঁদের বক্তব্যে উঠে আসে আগামী দিনে পূর্বভারতের ডিজিটাল অর্থনীতির মূল ভিত্তি হয়ে দাঁড়াবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার সিকিউরিটি।

প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, এই ডিজিট্যাল সাকসেস সামিট শুধু একটি সম্মেলন নয়, বরং পূর্ব ভারতের ডিজিটাল ভবিষ্যতের রোডম্যাপ। ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই এআই ও ডিজিটাল ব্যবস্থা আগামী দশকে অর্থনৈতিক অগ্রগতির প্রধান হাতিয়ার হয়ে উঠবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement