সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি স্নাতক উত্তীর্ণ? চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুন খবর। দুশোর বেশি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইপিএফও (এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন)। নিশ্চয় ভাবছেন কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? চলুন জেনে নেওয়া যাক খুঁটিনাটি।
মোট শূন্যপদ -২৩০
পদ
১. এনফোর্সমেন্ট অফিসার (EO)/ অ্যাকাউন্টস অফিসার(AO)
২.অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার (APFC)
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- আপনি যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীর বয়স- বিজ্ঞপ্তি অনুযায়ী ইও এবং এও পদে আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। এপিএফসি পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। তবে তপশিলি জাতি ও উপজাতির প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
বেতন- ইও এবং এও পদে নিযুক্তরা অষ্টম বেতন স্কেল ও এপিএফসি পদে নিযুক্তরা দশম স্কেল অনুযায়ী বেতন পাবেন।
আবেদনের পদ্ধতি- প্রথমে ইউপিএসসি-র ওয়েবসাইটে যান। সেখানেই পেয়ে যাবেন আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য।
নিয়োগের পদ্ধতি- দেশের একাধিক জায়গায় হবে পরীক্ষা। কম্বাইন্ড রিক্রুটমেন্ট টেস্টের মাধ্যমে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ- ১৮ আগস্ট ২০২৫
আবেদনের পূর্বে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত দেখবেন। তারপরই আবেদন করবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.