Advertisement
Advertisement
EPFO

EPFO দপ্তরে চাকরির সুযোগ, আবেদন করুন এখনই

কীভাবে আবেদন করবেন?

EPFO has released the Official Notification for recruitment
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 2, 2025 5:30 pm
  • Updated:March 2, 2025 5:30 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? আপনার জন্য রয়েছে দারুণ খবর। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল EPFO। শূন্যপদ কতগুলো? কীভাবে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি।

Advertisement

মোট শূন্যপদ- ২৫

পদ
ডেপুটি ডিরেক্টর- ৭
অ্য়াসিস্ট্য়ান্ট ডিরেক্টর-১৮

ডেপুটি ডিরেক্টর

শিক্ষাগত যোগ্যতা
১. ৫ বছরের এই ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পে ব্যান্ড হতে হবে ১৫ হাজার ৬০০ টাকা থেকে ৩৯ হাজার ১০০ টাকা।

২. ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে পে ব্যান্ড হতে হবে ৯, ৩০০ থেকে ৩৪, ৮০০ টাকা।

৩. এই ধরণের কাজে অভিজ্ঞতা থাকতেই হবে। অন্যথায় আবেদন করা যাবে না।

বয়স- আবেদনকারীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।

অ্য়াসিস্ট্য়ান্ট ডিরেক্টর

শিক্ষাগত যোগ্যতা
১. ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে পে ব্যান্ড হতে হবে ৯, ৩০০ থেকে ৩৪, ৮০০ টাকা।

২.৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে পে ব্যান্ড হতে হবে ৯, ৩০০ থেকে ৩৪, ৮০০ টাকা।

বয়স- আবেদনকারীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।

আবেদনের পদ্ধতি- প্রথমে www.epfindia.gov.in.-এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পত্রটি ডাউনলোড করে নিন। এরপর যাবতীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। আবেদনপত্রটি পাঠাতে হবে দিল্লির ঠিকানায়।

ঠিকানা- দীপক আর্য, রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার- II (রিক্রুটমেন্ট/ এক্সাম ডিভিশন)
প্লেট-এ, গ্রাউন্ট ফ্লোর, ব্লক-II,পূর্ব কিদওয়াই নগর, নিউ দিল্লি-১১০০২৩

আবেদনের শেষ তারিখ- ১৬ এপ্রিল

নিয়োগের পদ্ধতি- আবেদনপত্র স্কুটিনি করা হবে অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে।

*আবেদনের আগে আরও বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন ইপিএফও-এর অফিশিয়াল ওয়েবসাইটে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ