সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় চাইনিজ রেস্তোরাঁ চেইন চৌম্যানের সহযোগিতায় কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের (স্বায়ত্বশাসিত) হসপিটালিটি ম্যানেজমেন্ট সার্টিফিকেট কোর্সের প্রথম ব্যাচ উত্তীর্ণ হল। ছ’মাসের এই কোর্সটিতে প্রায় ৪০জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়ে স্নাতক হলেন।
এই উপলক্ষে সেন্ট জেভিয়ার্সের রাঘবপুর ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও বৃত্তি তুলে দেওয়া হয়। নামমাত্র ৫০০০ টাকায় হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য তৈরি করার জন্য সেন্ট জেভিয়ার্স ও চেইন চৌম্যানের এই যৌথ উদ্যোগ প্রশংসনীয়। শুধুমাত্র প্রশিক্ষণ নয়, ছাত্রদের পেশাদারি করে তুলে চৌম্যান রেস্তোরাঁর বিভিন্ন আউটলেটগুলিতে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়।
সেন্ট জেভিয়ার্সের অধ্যক্ষ রেভারেন্ড ড. ডমিনিক স্যাভিও এসজে জানিয়েছেন, “এই উদ্যোগ শিক্ষাকে আরও প্রাসঙ্গিক করে তুলবে।…চৌম্যানের সহযোগিতায় কলেজের চার দেওয়ালের বাইরেও আমাদের শ্রেণিকক্ষ প্রসারিত হল। তরুণ ছাত্রছাত্রীদের ভবিষ্যতকে কর্মমুখী করে তোলার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”
চৌম্যানের ম্যানেজিং ডিররেক্টর দেবাদিত্য চৌধুরী জানান, “সেন্ট জেভিয়ার্সের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা যুব ক্ষমতায়নে বিশেষ অবদান রেখেছি। তরুণদের শুধুমাত্র প্রশিক্ষণ নয়, বরং ক্যারিয়ারে সঠিক দিশা দেখানোই আমাদের অন্যতম উদ্দেশ্য। তরুণরা যাতে কর্মসংস্থানের সুযোগ পায় তা আমরা অবশ্যই দেখব। চৌম্যানের বিভিন্ন ব্রাঞ্চে প্রথম ব্যচের অনেকেই কাজের সুযোগ পেলেন।”
প্রথম ব্যাচের সাফল্যের পর ইতিমধ্যেই দ্বিতীয় ব্যাচের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। উন্নত প্রশিক্ষণের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদেরকে পেশাদার করে তোলাই সেন্ট জেভিয়ার্স ও চেইন চৌম্যানের যৌথ উদ্দেশ্য।
ভর্তি প্রক্রিয়া বিশদে জানুন: //sxccal.edu/chm
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.