Advertisement
Advertisement
Digha

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় পর্যটনে জোয়ার, হোটেল ম্যানেজমেন্টের প্রশিক্ষণ শ্রমিক কল্যাণ পর্ষদের

শ্রমিক কল্যাণ পর্ষদের উদ্যোগে খুশি সৈকত শহরের হোটেল ব্যবসায়ীরা।

Hotel management course started in Digha
Published by: Sayani Sen
  • Posted:July 19, 2025 5:52 pm
  • Updated:July 19, 2025 5:52 pm   

রঞ্জন মহাপাত্র, কাঁথি: সৈকত শহর দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণের পরে পর্যটকের ভিড় বেড়েছে। বিদেশি পর্যটকের আনাগোনাও বেড়েছে। তাই পর্যটকদের সঠিক পরিষেবা দিতে হোটেল ম্যানেজমেন্টের বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগী হল পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদ।

Advertisement

ইতিমধ্যে বিভিন্ন হোটেলের ২৫ জন কর্মীকে দিঘায় শ্রমিক দপ্তরের গেস্ট হাউসে ৫দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। সহযোগী দুর্গাপুরের স্টেট ইন্সটিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। পর্যটকদের সুষ্ঠু পরিষেবা প্রদানের জন্যে শ্রমিক কল্যাণ পর্ষদ বছরে তিনবার হোটেল কর্মীদের এমন প্রশিক্ষণ দেওয়ার আয়োজন করবে বলে জানা গিয়েছে। শ্রমিক কল্যাণ পর্ষদের এমন উদ্যোগে খুশি সৈকত শহরের হোটেল ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের দাবি, দিঘার হোটেলের অধিকাংশ কর্মী প্রশিক্ষণ ছাড়াই কাজ করছেন। তাদের সরকারি উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া হলে আরও উন্নত পরিষেবা প্রদান করতে পারবে। ফলে দেশ-বিদেশের পর্যটকদের আর সমস্যায় পড়তে হবে না। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল লেবার কমিশনার, স্পেশাল সেক্রেটারি সুমিতা মুখোপাধ্যায়, ডেপুটি ওয়েলফেয়ার কমিশনার দেবু কর, লেবার হলিডে হোমের ইনচার্জ সুজয় মণ্ডল, ট্রেনার সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ