সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়ুয়াদের জন্য যুগান্তকারী উদ্যোগ। আইইএম পাবলিক স্কুল এবং এডুকেশনাল ইনিশিয়েটিভস প্রাইভেট লিমিটেডের গাঁটছড়ায় শিক্ষাক্ষেত্রে নয়া দিশা। পথচলা শুরু ‘ইআই মাইন্ডস্পার্ক’-এর। যার ফলে উপকৃত হবে বহু পড়ুয়া।
‘ইআই মাইন্ডস্পার্ক’ হল একটি কম্পিউটারভিত্তিক লার্নিং টুল। বিশেষ ধরনের অ্যালগোরিদমের মাধ্যমে তৈরি এই বিশেষ লার্নিং টুল। যার ফলে পড়ুয়াদের অঙ্ক, ইংরাজি এবং বিজ্ঞান সংক্রান্ত দক্ষতা বাড়বে। যার ফলে একজন পড়ুয়াদের হাতে কলমে জ্ঞানার্জনের সুযোগ বৃদ্ধি পাবে। সবচেয়ে বড় কথা হল, নয়া পদ্ধতিতে জ্ঞানার্জনের ফলে পড়াশোনা অনেক বেশি আকর্ষকও হয়ে উঠবে তাদের কাছে।
আইইএম পাবলিক স্কুলের ডিরেক্টর দেবাশিস মজুমদার বলেন, “মাইন্ডস্পার্ক ল্যাবের মাধ্যমে একজন পড়ুয়া অতি সহজে জ্ঞানার্জন করতে পারবে। তার ফলে পড়ুয়াদের জ্ঞানের পরিধি খুব সহজেই সমৃদ্ধ হবে।” শ্রেণিকক্ষে বসে বই, খাতা নিয়ে পড়াশোনা করতে পছন্দ করে না বহু পড়ুয়া। তার ফলে তারা অমনোযোগী হয়ে পড়ে। স্বাভাবিকভাবে জ্ঞানার্জন ঠিকমতো হয় না। ভবিষ্যতে পেশাগত ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় তাদের। ‘ইআই মাইন্ডস্পার্ক’-এর ক্ষেত্রে পড়াশোনা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। তার ফলে মনোযোগ হারানোর সমস্যা থেকে রেহাই পাবে পড়ুয়ারা। আর জ্ঞানার্জনও হবে একশো শতাংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.