Advertisement
Advertisement
IEM Salt lake

সল্টলেক IEM-এর সমাবর্তন অনুষ্ঠান, সম্মাননীয় উপস্থিতি শিক্ষাবিদ-শিল্পপতিদের

এদিনের অনুষ্ঠানে সামগ্রিক শিক্ষার গুরুত্বের উপর জোর দেওয়ার কথাই বলেন বিশিষ্টজনেরা।

IEM Salt lake celebrated Graduation ceremony
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 7, 2025 10:19 pm
  • Updated:September 7, 2025 10:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার বুকে অনুষ্ঠিত হল সল্টলেক IEM-এর স্নাতক সমাবর্তন অনুষ্ঠান। জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। ছিলেন IEM সভাপতি, অধ্যাপক বনানী চক্রবর্তী, তাপস চক্রবর্তী, MAKAUT বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, শিল্প নেতৃবৃন্দ এবং পড়ুয়ারা।

Advertisement
সমাবর্তন অনুষ্ঠানে পড়ুয়ারা।

রবিবার, ৭ সেপ্টেম্বর জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের। অতিথিদের স্বাগত জানানোর পরই পড়ুয়াদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন IEM-এর সভাপতি অধ্যাপক বনানী চক্রবর্তী, IEM-এর ডিরেক্টর সত্যজিৎ চক্রবর্তী-সহ অন্যান্যরা। মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাকাউট)-এর উপাচার্য, অধ্যাপক তাপস চক্রবর্তীও বক্তব্য রাখেন এদিন। জোর দেন, সামগ্রিক শিক্ষার গুরুত্বের উপর।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরামের চেয়ারম্যান, NAAC-এর নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং NBA-এর চেয়ারম্যান অধ্যাপক অনিল সহস্রবুদ্ধের সমাবর্তন ভাষণ। তিনি পড়ুয়াদের সামনে তুলে ধরেন ভবিষ্যতের সুযোগ এবং জাতি গঠনে যুবসমাজের ভূমিকা-সহ একাধিক বিষয়। তাঁর বক্তব্যে অনুপ্রানিত শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সবচেয়ে প্রতীক্ষিত অর্থাৎ ডিগ্রি সার্টিফিকেট প্রদান শেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ