Advertisement
Advertisement
IEM-UEM

আইইএম-ইউইএম গ্রুপের সঙ্গে মউ ক্যাপজেমিনির, প্রযুক্তিগত শিক্ষায় বিপ্লব

যুগান্তকারী চমকে উপকৃত হতে চলেছেন লক্ষ লক্ষ পড়ুয়া।

IEM-UEM and Capgemini Group sign a MoU
Published by: Sayani Sen
  • Posted:March 19, 2025 11:39 pm
  • Updated:March 19, 2025 11:47 pm  

সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (IEM) এবং স্কুল অফ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলকাতার সঙ্গে ক্যাপজেমিনির মউ স্বাক্ষর। তার ফলে প্রযুক্তিগত শিক্ষায় ব্যাপক উন্নতি হবে বলেই আশা। যুগান্তকারী চমকে উপকৃত হতে চলেছেন লক্ষ লক্ষ পড়ুয়া। স্বাভাবিকভাবেই তাতে আশার আলো দেখছেন অভিভাবকরাও।

আইইএমের নিউটাউন ক্যাম্পাসেই মউ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আইইএম-ইউইএম গ্রুপের সভাপতি অধ্যাপক বনানী চক্রবর্তী, ডিরেক্টর অধ্যাপক সত্যজিৎ চক্রবর্তী, আইইএম-ইউইএম গ্রুপের কেরিয়ার ডেভেলপমেন্ট সেলের ডিরেক্টর গোপা গোস্বামী, উপাচার্য ডঃ সজল দাশগুপ্ত, রেজিস্ট্রার ডঃ সুকল্যাণ গোস্বামী, দেবযানী রায়। ক্যাপজেমিনির তরফে ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইন্ডিয়া) অভীক চট্টোপাধ্যায়, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফিনান্সিয়াল সার্ভিস (ইন্ডিয়া) মণীশ মেহতা।

MoU

লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ আরও শক্তিশালী করাই মূলত মউ স্বাক্ষরের লক্ষ্য। কর্তৃপক্ষের দাবি, এই মউ স্বাক্ষরের ফলে প্রযুক্তিগত ক্ষেত্রে গবেষণার মাধ্যমে জ্ঞানার্জনের সুযোগ বাড়বে কয়েকগুণ। এছাড়া পড়াশোনা শেষে ইন্টার্নশিপের সুযোগও বাড়বে। তেমনই আবার পড়ুয়ারা হাতেকলমে শিক্ষার সুযোগ পাবেন। এছাড়া আরও বিভিন্ন ক্ষেত্রে নানা সুযোগ সুবিধা পাওয়া যাবে বলেই আশা।

MoU

এই বিষয়ে আইইএম-ইউইএম গ্রুপের ডিরেক্টর অধ্যাপক ডঃ সত্যজিৎ চক্রবর্তী বলেন, “আমরা ক্যাপজেমিনির সঙ্গে মউ স্বাক্ষর করেছি। আমাদের লক্ষ্য প্রযুক্তিগত ক্ষেত্রে পড়ুয়াদের হাতেকলমে জ্ঞানার্জনের সুযোগ করে দেওয়া। যাতে তাঁরা অনেক সহজে শিখতে পারে। তাদের কেরিয়ার গ্রাফ যাতে আরও উন্নত হয়, সেটাই লক্ষ্য। ক্যাপজেমিনির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইন্ডিয়া) অভীক চট্টোপাধ্যায় বলেন, “আমরা নতুনদের শিখিয়ে আরও উন্নত কেরিয়ার গড়ার চেষ্টায় বদ্ধপরিকর।” এই মউ স্বাক্ষরের পর তাই স্বাভাবিকভাবেই খুশি পড়ুয়া থেকে অভিভাবক সকলেই। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement